দেশের উন্নয়নে মেরিন ক্যাডেটদের গুরুত্ব অপরিসীম: নৌপরিবহন উপদেষ্টা

- Update Time : ০৭:৫৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
- / ১২৬ Time View
অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রাম মেরিন একাডেমি বাংলাদেশের প্রাইম মেরিন একাডেমি। এখানকার ক্যাডেটরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পায়। আমাদের বৈদেশিক মুদ্রার অনেকটা আসে মেরিটাইম সেক্টর থেকে।
মেরিন ক্যাডেট ও রেটিংসরা বৈদেশিক মুদ্রা অর্জন করছে, যা আমাদের অর্থনীতিতে অবদান রেখেছে। তাই দেশের অর্থনৈতিক উন্নয়নে মেরিন ক্যাডেটদের গুরুত্ব অপরিসীম। সোমবার (৭ অক্টোবর) দুপুরে বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বৈদেশিক মুদ্রা অর্জনে মেরিনারদের গুরুত্ব তুলে ধরে বলেন, আমি মন্ত্রণালয়ের সবার সঙ্গে আলোচনা করেছি কীভাবে সব সমস্যার সমাধান করা যায়। আমরা ক্যাডেটদের দেশের প্রতি অনাগ্রহের কারণ খুঁজে তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করব।
তিনি বলেন, এটি হলো মাদার অব মেরিন একাডেমি। তাই এটার স্ট্যান্ডার্ডের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবুও এখানে অনেক বিষয় দেখা দিয়েছে সেসব বিষয় নিয়ে এবং কীভাবে এটার গুণগতমান বাড়ানো যায় সে বিষয়ে মেরিন একাডেমির সাথে আবারও বসবো। মেরিটাইম সেক্টর সম্ভাবনার এক বিরাট ক্ষেত্র। দেশে দক্ষ মেরিনাররা কেন আসছেন না, কি সমস্যা তৈরি হয়েছে তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস.এম. মনিরুজ্জামান, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, নৌবাণিজ্য দপ্তরের প্রধানসহ একাডেমির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নওরোজ/এসএইচ