ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: প্রেস সচিব

নেত্রকোনা প্রতিনিধি
  • Update Time : ০৫:৫৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / ১০৭ Time View

নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সমাজে কিছু মানুষ অতীতে মব তৈরি করে সাধারণ জনগণকে হয়রানি করলেও বর্তমানে এমন ঘটনা প্রায় নেই বললেই চলে।

শুক্রবার সকালে নেত্রকোনা সার্কিট হাউস সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব আরও বলেন, সারাদেশে এখন নির্বাচনী হাওয়া বইছে। এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে কেউ থামাতে পারবে না। যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে—সরকার সে লক্ষ্যে কাজ করছে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী মনোনয়ন দিয়েছে এবং প্রার্থীরা মাঠে প্রচারণা চালাচ্ছেন।

তিনি অভিযোগ করে বলেন, কিছু ব্যক্তি নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তারা পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের সময় নানা সুযোগ-সুবিধা ভোগ করেছে। এখন তাদের অপপ্রচারে কোনো ফল হবে না।

সাংবাদিকতা প্রসঙ্গে মোহাম্মদ শফিকুল আলম বলেন, সাংবাদিকতার যোগ্যতা শিক্ষাগত ডিগ্রিতে নির্ভর করে না; বরং সাংবাদিকতার নীতি ও নিয়ম জানা জরুরি। তিনি জানান, অনেক সংবাদপত্র ও টেলিভিশন মালিক জেলা ও উপজেলা পর্যায়ের সংবাদকর্মীদের নিয়মিত বেতন-ভাতা প্রদান করেন না। ফলে অনেক সাংবাদিক বিনা পারিশ্রমিকে কাজ করছেন। সাংবাদিকদের নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং চোরাচালানের পরিমাণ আগের তুলনায় অনেক কমেছে।

সভায় নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: প্রেস সচিব

নেত্রকোনা প্রতিনিধি
Update Time : ০৫:৫৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সমাজে কিছু মানুষ অতীতে মব তৈরি করে সাধারণ জনগণকে হয়রানি করলেও বর্তমানে এমন ঘটনা প্রায় নেই বললেই চলে।

শুক্রবার সকালে নেত্রকোনা সার্কিট হাউস সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব আরও বলেন, সারাদেশে এখন নির্বাচনী হাওয়া বইছে। এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে কেউ থামাতে পারবে না। যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে—সরকার সে লক্ষ্যে কাজ করছে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী মনোনয়ন দিয়েছে এবং প্রার্থীরা মাঠে প্রচারণা চালাচ্ছেন।

তিনি অভিযোগ করে বলেন, কিছু ব্যক্তি নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তারা পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের সময় নানা সুযোগ-সুবিধা ভোগ করেছে। এখন তাদের অপপ্রচারে কোনো ফল হবে না।

সাংবাদিকতা প্রসঙ্গে মোহাম্মদ শফিকুল আলম বলেন, সাংবাদিকতার যোগ্যতা শিক্ষাগত ডিগ্রিতে নির্ভর করে না; বরং সাংবাদিকতার নীতি ও নিয়ম জানা জরুরি। তিনি জানান, অনেক সংবাদপত্র ও টেলিভিশন মালিক জেলা ও উপজেলা পর্যায়ের সংবাদকর্মীদের নিয়মিত বেতন-ভাতা প্রদান করেন না। ফলে অনেক সাংবাদিক বিনা পারিশ্রমিকে কাজ করছেন। সাংবাদিকদের নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং চোরাচালানের পরিমাণ আগের তুলনায় অনেক কমেছে।

সভায় নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।