দেশীয় অস্ত্র উদ্ধারে সম্মাননা স্মারক পেলেন সরাইল থানার ওসি
- Update Time : ০৭:৪০:১১ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
- / ৩৯৪ Time View
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আবারো দেশীয় অস্ত্র উদ্ধারে জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক পেয়েছেন সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম হোসেন।
শনিবার ( ৮ জুলাই ) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ বিল্লাল হোসেন, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল), মোঃ দেলোয়ার হোসেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ মারুফুল করিমসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং সকল থানা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের অফিসার ফোর্সবৃন্দ এবং সিভিল স্টাফগন উপস্থিত ছিলেন।
জানা যায়, জুন মাসে ২০২৩ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেন বিভিন্ন ক্যাটাগড়িতে কৃতিত্বপূর্ণ কাজের জন্য বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদেরকে পুরষ্কৃত করেন।
এর আগে মোহাম্মদ আসলাম হোসেনকে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আরো একবার দেশীয় অস্ত্র উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন।












































































































































































