ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

দেশবাসীর উদ্দেশে ভাষণে কী বার্তা নিয়ে আসছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৮:৪০:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / ৬৫ Time View

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেবেন বৃহস্পতিবার দুপুরে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করবে।

ধারণা করা হচ্ছে, প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে দেশবাসীকে সরকারের সিদ্ধান্ত জানাতে পারেন।

জুলাই জাতীয় সনদ সই হলেও এখন পর্যন্ত এটির বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোট কবে হবে তা নিয়ে দলগুলো ভিন্ন অবস্থানে। সেই বিরোধ মিটিয়ে দলগুলোকে সমঝোতায় আসতে অন্তর্বর্তী সরকার যে সাত দিনের সময় দিয়েছিল, তাও ফুরিয়ে এসেছে।

রোববারের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং নভেম্বর মাসেই গণভোট আয়োজনের দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছে জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক আট দল।অপরদিকে সংসদ নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট চায় না বিএনপি। তারা নির্বাচনের দিনে গণভোট আয়োজনের দাবি তুলেছে। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দিতে আসছেন।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ অগাস্ট জাতির উদ্দেশে সবশেষ ভাষণ দেন মুহাম্মদ ইউনূস। সেদিন আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দেন তিনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালে ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের টানা দেড় দশকের শাসনের অবসান ঘটে। দেশ ছেড়ে ভারতে চলে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। সেই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনটি বাংলাদেশ উদযাপন করছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে।

আওয়ামী লীগের সরকার পতনের পর ৮ অগাস্ট দায়িত্ব নিয়েছিল মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের দেড় বছরের মাথায় আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে সরকার।

Please Share This Post in Your Social Media

দেশবাসীর উদ্দেশে ভাষণে কী বার্তা নিয়ে আসছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০৮:৪০:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেবেন বৃহস্পতিবার দুপুরে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করবে।

ধারণা করা হচ্ছে, প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে দেশবাসীকে সরকারের সিদ্ধান্ত জানাতে পারেন।

জুলাই জাতীয় সনদ সই হলেও এখন পর্যন্ত এটির বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোট কবে হবে তা নিয়ে দলগুলো ভিন্ন অবস্থানে। সেই বিরোধ মিটিয়ে দলগুলোকে সমঝোতায় আসতে অন্তর্বর্তী সরকার যে সাত দিনের সময় দিয়েছিল, তাও ফুরিয়ে এসেছে।

রোববারের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং নভেম্বর মাসেই গণভোট আয়োজনের দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছে জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক আট দল।অপরদিকে সংসদ নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট চায় না বিএনপি। তারা নির্বাচনের দিনে গণভোট আয়োজনের দাবি তুলেছে। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দিতে আসছেন।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ অগাস্ট জাতির উদ্দেশে সবশেষ ভাষণ দেন মুহাম্মদ ইউনূস। সেদিন আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দেন তিনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালে ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের টানা দেড় দশকের শাসনের অবসান ঘটে। দেশ ছেড়ে ভারতে চলে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। সেই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনটি বাংলাদেশ উদযাপন করছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে।

আওয়ামী লীগের সরকার পতনের পর ৮ অগাস্ট দায়িত্ব নিয়েছিল মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের দেড় বছরের মাথায় আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে সরকার।