ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের জবরদখলকৃত ২ একর বনভূমি উদ্ধার মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভে উত্তাল রংপুর পুতুলকে ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা টঙ্গীতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, প্রাণনাশের হুমকি নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে জাককানইবি শিক্ষার্থীদের প্রতিবাদ “চব্বিশ-এক ফ্যাসিবাদের বিদায় ঘটিয়েছে, বাংলায় আরেক ফ্যাসিবাদ ফিরলে ছাত্রজনতা ঘরে বসে থাকবে না” নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজপথে শেকৃবি শিক্ষার্থীরা টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত: ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিল যুবসমাজ মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা

দেশজুড়ে সহিংস ঘটনার প্রতিবাদে বাকৃবিতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

বাকৃবি প্রতিনিধি
  • Update Time : ১০:০০:১২ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / ৩৯ Time View

ঢাকার মিটফোর্ডে যুবদল সন্ত্রাসীদের দ্বারা এক ব্যবসায়ীকে হত্যা, খুলনায় যুবদলের সাবেক নেতাকে নির্মমভাবে গুলি করে হত্যা এবং চাঁদপুরে মসজিদের এক ইমামকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা।

শনিবার (১২ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন মুক্তমঞ্চের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে সাম্প্রতিক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

সমাবেশে বক্তারা বলেন, “সারাদেশে খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাসের মতো অপরাধ মাত্রাতিরিক্ত নৃশংস রূপ নিচ্ছে। ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী লাল চাঁদ মিয়া ওরফে সোহাগকে পিটিয়ে ও ইট-পাথর দিয়ে থেঁতলে হত্যা এবং তার লাশের ওপর বীভৎস নৃত্য পুরো জাতিকে নাড়া দিয়েছে। খুলনার দৌলতপুরে যুবদলের সাবেক নেতাকে গুলি করে এবং রগ কেটে হত্যা, চাঁদপুরে ইমামকে কুপিয়ে জখম করাও মধ্যযুগীয় বর্বরতাকে স্মরণ করিয়ে দেয়।”

তারা আরও বলেন, “বিচারহীনতার সংস্কৃতি এখন সামাজিক সংক্রামক ব্যাধিতে রূপ নিয়েছে। প্রশাসনের নীরবতা ও আইনের প্রয়োগে শৈথিল্য এই অপরাধ প্রবণতাকে আরও উৎসাহিত করছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অবনতির দিকে যাচ্ছে, অথচ সরকার কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। এই পরিস্থিতি অব্যাহত থাকলে জনগণের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে।”

বক্তারা বিচারহীনতার অবসান ঘটিয়ে দ্রুত আইনশৃঙ্খলা সুসংহত করা এবং প্রতিটি হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। অথচ বিগত এক বছরে বহু হত্যাকাণ্ডের ঘটনায় আজও কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। এই দায় সরকার এড়াতে পারে না।”

সমাবেশে বক্তারা বিএনপিসহ ‘সন্ত্রাস কায়েমে উদ্যত অপশক্তিদের’ হুঁশিয়ার করে বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ গড়ে উঠেছে, সেই চেতনার বিপরীতে দাঁড়িয়ে কেউ লুটপাট, মাফিয়াতন্ত্র ও সন্ত্রাসের রাজনীতি চাপিয়ে দিতে চাইলে দেশের মানুষ তা কখনও মেনে নেবে না। গত ৫ আগস্ট দেশের মানুষ সেই রায় ইতোমধ্যেই দিয়েছে।”

উল্লেখ্য, সমাবেশে এসময় ছাত্রফ্রন্টের প্রায় ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

দেশজুড়ে সহিংস ঘটনার প্রতিবাদে বাকৃবিতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

বাকৃবি প্রতিনিধি
Update Time : ১০:০০:১২ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

ঢাকার মিটফোর্ডে যুবদল সন্ত্রাসীদের দ্বারা এক ব্যবসায়ীকে হত্যা, খুলনায় যুবদলের সাবেক নেতাকে নির্মমভাবে গুলি করে হত্যা এবং চাঁদপুরে মসজিদের এক ইমামকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা।

শনিবার (১২ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন মুক্তমঞ্চের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে সাম্প্রতিক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

সমাবেশে বক্তারা বলেন, “সারাদেশে খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাসের মতো অপরাধ মাত্রাতিরিক্ত নৃশংস রূপ নিচ্ছে। ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী লাল চাঁদ মিয়া ওরফে সোহাগকে পিটিয়ে ও ইট-পাথর দিয়ে থেঁতলে হত্যা এবং তার লাশের ওপর বীভৎস নৃত্য পুরো জাতিকে নাড়া দিয়েছে। খুলনার দৌলতপুরে যুবদলের সাবেক নেতাকে গুলি করে এবং রগ কেটে হত্যা, চাঁদপুরে ইমামকে কুপিয়ে জখম করাও মধ্যযুগীয় বর্বরতাকে স্মরণ করিয়ে দেয়।”

তারা আরও বলেন, “বিচারহীনতার সংস্কৃতি এখন সামাজিক সংক্রামক ব্যাধিতে রূপ নিয়েছে। প্রশাসনের নীরবতা ও আইনের প্রয়োগে শৈথিল্য এই অপরাধ প্রবণতাকে আরও উৎসাহিত করছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অবনতির দিকে যাচ্ছে, অথচ সরকার কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। এই পরিস্থিতি অব্যাহত থাকলে জনগণের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে।”

বক্তারা বিচারহীনতার অবসান ঘটিয়ে দ্রুত আইনশৃঙ্খলা সুসংহত করা এবং প্রতিটি হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। অথচ বিগত এক বছরে বহু হত্যাকাণ্ডের ঘটনায় আজও কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। এই দায় সরকার এড়াতে পারে না।”

সমাবেশে বক্তারা বিএনপিসহ ‘সন্ত্রাস কায়েমে উদ্যত অপশক্তিদের’ হুঁশিয়ার করে বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ গড়ে উঠেছে, সেই চেতনার বিপরীতে দাঁড়িয়ে কেউ লুটপাট, মাফিয়াতন্ত্র ও সন্ত্রাসের রাজনীতি চাপিয়ে দিতে চাইলে দেশের মানুষ তা কখনও মেনে নেবে না। গত ৫ আগস্ট দেশের মানুষ সেই রায় ইতোমধ্যেই দিয়েছে।”

উল্লেখ্য, সমাবেশে এসময় ছাত্রফ্রন্টের প্রায় ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন।