দেবিদ্বারে বাইসোর উদ্যোগে শহীদ ওসমান হাদীর জন্য দোয়া ও শীতবস্ত্র বিতরণ
- Update Time : ০৫:০০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / ১৬ Time View
কুমিল্লার দেবিদ্বারে বাংলাদেশ ইয়ংষ্টার সোস্যাল অর্গানাইজেশন (বাইসো) দেবিদ্বার উপজেলা শাখার উদ্যোগে শহীদ ওসমান হাদীর মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১২ টায় দেবিদ্বারের পান্নারপুল কানযুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উক্ত মাদ্রাসার শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ ও দোয়া কর্মসূচি সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাইসো দেবিদ্বার উপজেলা শাখার সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সহ-সভাপতি আবদুল্লাহ আল কাফি, প্রেস সম্পাদক সাকিবুল হাসান এবং দেবিদ্বার উপজেলা ব্রাঞ্চের সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম রাতুলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এই সময় দেবিদ্বার উপজেলা ব্রাঞ্চের সভাপতি মোঃ রুহুল আমিন বলেন, “যারা বিভিন্নভাবে এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেছেন তাদের প্রতি বাইসো দেবিদ্বার উপজেলা ব্রাঞ্চ কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ ইয়ংস্টার সোস্যাল অর্গানাইজেশন (বাইসো) প্রতিবছর নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে। বাইসোর অন্যান্য শাখার মতো দেবিদ্বার উপজেলা ব্রাঞ্চও শীতবস্ত্র বিতরণসহ নানামুখী সমাজকল্যাণমূলক কর্মসূচি পালন করছে।”
ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
































































































































































































