ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
পিআর পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে – রিজভী তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয় জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত

দেড় যুগ পর আসছে ‘দুই নয়নের আলো’র সিক্যুয়েল

Reporter Name
  • Update Time : ০২:৪০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • / ২১২ Time View

ছবিঃ সংগৃহীত

২০০৫ সালে মুক্তি পায় মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো’।

এতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেন শাবনূর, ফেরদৌস, শাকিল খান। সেসময় ছবিটি দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল পাশাপাশি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিল।

শোনা যাচ্ছে, দেড় যুগ পর আবারও পুরোনো সেই স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যেতে চান ছবিটির পরিচালক।

তিনি এবার নির্মাণ করবেন এটির সিক্যুয়েল ‘দুই নয়নের আলো ২’। এমনটাই জানিয়েছেন ছবির নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

তিনি বলেন, “দুই নয়নের আলো ২’ নির্মাণ করব। প্রি-প্রোডাকশনের কাজ প্রায় শেষের পথে। খুব শিগগিরই শিল্পী চূড়ান্ত করব।

এখনই কারো নাম বলতে চাচ্ছি না। তবে ভালো কিছু হবে। দর্শকদের জন্য চমক থাকবে এতটুকু বলতে পারি।”

‘দুই নয়নের আলো’ ছবিতে নিম্নবিত্ত এক তরুণী সেঁজুতির চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছিলেন শাবনূর।

অভিনয়ের স্বীকৃতিস্বরূপ সে বছর সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। এছাড়া শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক) বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার জিতেছিলেন তিনি।

দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন শাবনূর। বর্তমানে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন।

নতুন সিনেমার জন্য কয়েকবার ঘোষণা আসলেও তা অধরাই রয়ে গেছে। এই ছবির সিক্যুয়েলে শাবনূর অভিনয় করবেন কি না তা এখনই বলতে নারাজ নির্মাতা মানিক।

তবে কিছুদিন আগে অভিনয়ে ফেরা প্রসঙ্গে শাবনূর বলেন, “আমি এই ‘কামব্যাক’ (ফেরা) শব্দ পছন্দ করি না।

আমাদের ব্যাক করার কী আছে! ইন্ডাস্ট্রির সঙ্গেই তো আছি আমরা। পালিয়ে যাইনি কিন্তু। ভালো গল্প বা পছন্দের চরিত্র যদি পাই তাহলে অবশ্যই কাজ করব। বলতে পারেন পছন্দের কাজের অপেক্ষায় আমরা।”

Please Share This Post in Your Social Media

দেড় যুগ পর আসছে ‘দুই নয়নের আলো’র সিক্যুয়েল

Reporter Name
Update Time : ০২:৪০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩

২০০৫ সালে মুক্তি পায় মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো’।

এতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেন শাবনূর, ফেরদৌস, শাকিল খান। সেসময় ছবিটি দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল পাশাপাশি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিল।

শোনা যাচ্ছে, দেড় যুগ পর আবারও পুরোনো সেই স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যেতে চান ছবিটির পরিচালক।

তিনি এবার নির্মাণ করবেন এটির সিক্যুয়েল ‘দুই নয়নের আলো ২’। এমনটাই জানিয়েছেন ছবির নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

তিনি বলেন, “দুই নয়নের আলো ২’ নির্মাণ করব। প্রি-প্রোডাকশনের কাজ প্রায় শেষের পথে। খুব শিগগিরই শিল্পী চূড়ান্ত করব।

এখনই কারো নাম বলতে চাচ্ছি না। তবে ভালো কিছু হবে। দর্শকদের জন্য চমক থাকবে এতটুকু বলতে পারি।”

‘দুই নয়নের আলো’ ছবিতে নিম্নবিত্ত এক তরুণী সেঁজুতির চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছিলেন শাবনূর।

অভিনয়ের স্বীকৃতিস্বরূপ সে বছর সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। এছাড়া শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক) বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার জিতেছিলেন তিনি।

দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন শাবনূর। বর্তমানে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন।

নতুন সিনেমার জন্য কয়েকবার ঘোষণা আসলেও তা অধরাই রয়ে গেছে। এই ছবির সিক্যুয়েলে শাবনূর অভিনয় করবেন কি না তা এখনই বলতে নারাজ নির্মাতা মানিক।

তবে কিছুদিন আগে অভিনয়ে ফেরা প্রসঙ্গে শাবনূর বলেন, “আমি এই ‘কামব্যাক’ (ফেরা) শব্দ পছন্দ করি না।

আমাদের ব্যাক করার কী আছে! ইন্ডাস্ট্রির সঙ্গেই তো আছি আমরা। পালিয়ে যাইনি কিন্তু। ভালো গল্প বা পছন্দের চরিত্র যদি পাই তাহলে অবশ্যই কাজ করব। বলতে পারেন পছন্দের কাজের অপেক্ষায় আমরা।”