ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

দুষ্কৃতকারীদের কোনো রকম প্রশ্রয় দেওয়া হবে না: মাহফুজ আলম

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৪:৪৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • / ২০ Time View

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, দুষ্কৃতকারীদের কোনো রকম প্রশ্রয় দেওয়া হবে না। সব অনুষ্ঠান নিরাপদ ও আনন্দময় করে তুলতে রাজনৈতিক নেতাদের সঙ্গে গোয়েন্দা, পুলিশ ও শিক্ষার্থীরা থাকবেন। সবাই আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে একসঙ্গে আছি।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

মাহফুজ আলম বলেন, দুষ্কৃতকারীদের কোনো রকম প্রশ্রয় দেওয়া হবে না। সব অনুষ্ঠান নিরাপদ ও আনন্দময় করে তুলতে রাজনৈতিক নেতাদের সঙ্গে গোয়েন্দা, পুলিশ ও শিক্ষার্থীরা থাকবে। সবাই থাকবে। সবাই আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে একসঙ্গে আছি। দেশে-বিদেশ থেকে কোনো রকমের ষড়যন্ত্রকারী স্পেস (সুযোগ) পাবে না, এটা আমাদের প্রতিজ্ঞা।

তিনি আরও বলেন, গত দুই মাস ধরে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে ঘটে যাওয়া অপরাধ ও গত ৫৩ বছরে তাদের কিছু দাবি দাওয়া রয়েছে। কিন্তু বিভিন্ন সরকার আসলেও দাবিগুলো পূরণে পদক্ষেপ নেয়নি। এমনকি গত ১৫ বছরে হিন্দু সম্প্রদায়ের ওপর বিভিন্ন হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কোনো বিচার ও ক্ষতিপূরণ দেওয়া হয়নি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, বাংলাদেশের গণঅভ্যুত্থান পরবর্তীতে দেশ ও সরকারকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছেন তারা জেনে রাখবেন সরকার নিবিড়ভাবে দেশের সব সম্প্রদায়ের সঙ্গে আছে। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীসহ সব সংখ্যালঘুদের পাশে আছে। সবার সঙ্গে সংলাপ ও বোঝাপড়া হচ্ছে। তাদের সবার দাবি মেনে নেওয়ার আলোচনা হচ্ছে।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

দুষ্কৃতকারীদের কোনো রকম প্রশ্রয় দেওয়া হবে না: মাহফুজ আলম

নওরোজ ডেস্ক
Update Time : ০৪:৪৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, দুষ্কৃতকারীদের কোনো রকম প্রশ্রয় দেওয়া হবে না। সব অনুষ্ঠান নিরাপদ ও আনন্দময় করে তুলতে রাজনৈতিক নেতাদের সঙ্গে গোয়েন্দা, পুলিশ ও শিক্ষার্থীরা থাকবেন। সবাই আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে একসঙ্গে আছি।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

মাহফুজ আলম বলেন, দুষ্কৃতকারীদের কোনো রকম প্রশ্রয় দেওয়া হবে না। সব অনুষ্ঠান নিরাপদ ও আনন্দময় করে তুলতে রাজনৈতিক নেতাদের সঙ্গে গোয়েন্দা, পুলিশ ও শিক্ষার্থীরা থাকবে। সবাই থাকবে। সবাই আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে একসঙ্গে আছি। দেশে-বিদেশ থেকে কোনো রকমের ষড়যন্ত্রকারী স্পেস (সুযোগ) পাবে না, এটা আমাদের প্রতিজ্ঞা।

তিনি আরও বলেন, গত দুই মাস ধরে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে ঘটে যাওয়া অপরাধ ও গত ৫৩ বছরে তাদের কিছু দাবি দাওয়া রয়েছে। কিন্তু বিভিন্ন সরকার আসলেও দাবিগুলো পূরণে পদক্ষেপ নেয়নি। এমনকি গত ১৫ বছরে হিন্দু সম্প্রদায়ের ওপর বিভিন্ন হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কোনো বিচার ও ক্ষতিপূরণ দেওয়া হয়নি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, বাংলাদেশের গণঅভ্যুত্থান পরবর্তীতে দেশ ও সরকারকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছেন তারা জেনে রাখবেন সরকার নিবিড়ভাবে দেশের সব সম্প্রদায়ের সঙ্গে আছে। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীসহ সব সংখ্যালঘুদের পাশে আছে। সবার সঙ্গে সংলাপ ও বোঝাপড়া হচ্ছে। তাদের সবার দাবি মেনে নেওয়ার আলোচনা হচ্ছে।

নওরোজ/এসএইচ