কিশোরগঞ্জে মাগুড়া মুন্সিপাড়া দাখিল মাদ্রাসা
দুর্নীতি ও অনিয়ম অভিযোগের মিমাংসার টাকা ভাগের তালিকা প্রকাশ

- Update Time : ০৭:৩৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / ১১৫ Time View
নীলফামারীর কিশোরগঞ্জে মাগুড়া মুন্সিপাড়া দাখিল মাদ্রাসায় দূর্নীতি ও অনিয়ম অভিযোগের মিমাংসার টাকা ভাগ-বাঁটোয়ারার তালিকা প্রকাশ হয়েছে। দূর্নীতি ও অনিয়ম অভিযোগের মিমাংসার টাকা ভাগ-বাঁটোয়ারার একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এ নিয়ে এলাকাবাসীর মাঝে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ।
জানাগেছে, গত ১৮ই সেপ্টেম্বর-২০২৪ ইং তারিখে মাদরাসার সাবেক সভাপতি সামছুল হক ও বর্তমান সুপার রফিকুল ইসলামের বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ ইউএনও’র বরাবর দাখিল করেন এলাকাবাসী। অভিযোগটি আমলে নিয়ে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এতে তদন্ত কর্মকর্তাদেরকে ১৫ কার্য দিবসে প্রতিবেদন দাখিল করা জন্য বলা হয়েছে। এর মধ্যে কয়েকজন স্বাক্ষরিত অভিযোগকারী অর্থের বিনিময়ে সভাপতি ও সুপার সাথে মিমাংসা করেন। সেই মিমাংসার টাকা ভাগ-বাঁটোয়ারার একটি তালিকা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আধারে আলোর মেলা ফেসবুক আইডিতে।
যাহার লিংক (https://www.facebook.com/profile.php?id=100010761709577)
তালিকা থেকে জানা যায়, দূর্নীতি ও অনিয়ম অভিযোগের মিমাংসার ৬০ হাজার টাকা মাসুম ৬ হাজার ,বাড়ি ১ হাজার, বাড়ির বেটা ৩ হাজার, সাদ্দাম ১ হাজার, জুয়েল ৩ হাজার, রকিবুল ৫০০, রকিবুলের বাবা ১ হাজার, সুজন ৩ হাজার, সাইবালি ৩ হাজার, শহিদুল ৩ হাজার, সাজু ৩ হাজার, আমিনুর ৩ হাজার, স্বাধীন ৩ হাজার, কাটু ১ হাজার, সাবুল ১ হাজার, ওয়ারেস ১ হাজার ৫০০, সাফন ১ হাজার, আইনুল ৫০০, জাব্বিল ৫০০, এনদা ১ হাজার, বাদশা ১ হাজার, মনারুল ৫০০, বুড়া ১ হাজার, জুসু ৫০০,আল মামুন লজেন্স ৯ হাজার টাকা গ্রহন করেছে বলে একটি তালিকা পাওয়া যায়।
সাবেক সভাপতি সামছুল হকের সাথে যোগাযোগ করতে না পারায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম নিকট জানতে চাইলে বলেন-কোন অর্থের বিনিময়ে মিমাংসা হয়নি। এমনিতে মিমাংসা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি মৌসুমী হক বলেন,যদি এ রকম ঘটনা ঘটে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।