দুর্দান্ত দুই গোলেও বাংলাদেশকে জেতাতে পারলেন না হামজা
- Update Time : ১১:১৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / ৩৫ Time View
পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের শুরুতে মনে রাখার মতো দুটি দর্শনীয় গোল করলেন হামজা চৌধুরী। লেস্টার সিটির মিডফিল্ডার প্রথমবার লক্ষ্যভেদ করলেন দুর্দান্ত বাইসাইকেল কিকে। চার মিনিটের মধ্যে পেনাল্টি থেকে পানেনকা শটে তিনি ফের কাঁপালেন নেপালের জাল। কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করায় জয় হাতছাড়া হওয়ার হতাশা নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ।
বৃহস্পতিবার ঘরের মাঠ ঢাকার জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ। প্রথমার্ধে রোহিত চাঁদের গোলে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে হামজার জোড়া গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে অনন্ত তামাং গোল করলে খেলা শেষ হয় সমতায়।
ম্যাচের দুই অর্ধে স্বাগতিকদের পারফরম্যান্স ছিল দুরকম। বিরতির আগে বিবর্ণ থাকা হাভিয়ের কাবরেরার শিষ্যরা বিরতির পর গোছানো ফুটবল খেলে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। তবে অল্পের জন্য ভেস্তে যায় তাদের উৎসবের আশা।
নেপালের বিপক্ষে এই নিয়ে টানা সাত ম্যাচ জয়হীন রইল বাংলাদেশ। এর মধ্যে দুটিতে হেরেছে তারা। ড্র হয়েছে বাকি পাঁচটি। শেষবার নেপালের বিপক্ষে বাংলাদেশ জিতেছিল ঠিক পাঁচ বছর আগে, ২০২০ সালের এই দিনে (১৩ নভেম্বর) এই মাঠেই ২-০ গোলে।
চতুর্থ মিনিটে ম্যাচের প্রথম কর্নার পায় বাংলাদেশ। কিক নেওয়া অধিনায়ক জামাল ভূঁইয়া লম্বা করে বল বাড়াননি নেপালের ডি-বক্সে। তার ছোট করে নেওয়া শটের পর অবশ্য কোনো ভীতি তৈরি হয়নি।
প্রথম ২৫ মিনিটের বেশিরভাগ সময় খেলা হয় মাঝমাঠে। গুছিয়ে আক্রমণে ওঠার চেষ্টায় সফল হয়নি বাংলাদেশ। নেপালও তেমন কিছু করতে না পারায় উত্তেজনার লেশমাত্র ছিল না লড়াইয়ে।
২৯তম মিনিটে অচলাবস্থা ভেঙে এগিয়ে যায় নেপাল। বল নিয়ে বামদিক দিয়ে ডি-বক্সে ঢুকে কাটব্যাক করেন সুমিত শ্রেষ্ঠা। বাংলাদেশের রক্ষণভাগ বল বিপদমুক্ত করতে না পারলে ডি-বক্সের বাইরে পেয়ে যান রোহিত। তার জোরাল নিচু শট গোলরক্ষক মিতুল মারমাকে ফাঁকি দিয়ে জড়ায় জালে।
পিছিয়ে পড়ার পর গাঁ ঝাড়া দিয়ে ওঠে বাংলাদেশ। তবে আক্রমণের ধার বাড়ালেও বিরতির আগে আসল কাজটি হয়নি, অর্থাৎ কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি।
গোল হজমের কিছুক্ষণ পরই ডি-বক্সে ফয়সাল আহমেদ ফাহিমের শট রুখে দেন কিরণ কুমার। এরপর ৪৪তম মিনিটে তার আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হয়। বামপ্রান্ত থেকে রাকিব হোসেনের ক্রসে ফাহিমের হেড সরাসরি যায় নেপালের গোলরক্ষকের হাতে।
ইতিবাচক মনোভাব নিয়ে প্রথমার্ধ শেষ করার পর বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই গোল পায় বাংলাদেশ। ফাহিমের ক্রস নেপালের রক্ষণভাগ বিপদমুক্ত করতে চাইলেও বল পেয়ে যান জামাল। তার উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে জালে পাঠান হামজা।
সমতায় ফেরার উল্লাসের রেশ থাকতে থাকতেই এগিয়ে যায় বাংলাদেশ। ৪৮তম মিনিটে ডি-বক্সে ফাউলের শিকার হন রাকিব হোসেন। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে দেরি করেননি।
৫০তম মিনিটে স্পট-কিক নিতে যান হামজা। ঠাণ্ডা মাথায় গোলপোস্টের মাঝ বরাবর নেওয়া অসাধারণ পানেনকা শটে কিরণকে পরাস্ত করেন তিনি। দর্শকদের বাঁধভাঙা উল্লাসে কেঁপে ওঠে গোটা স্টেডিয়াম। বাংলাদেশের জার্সিতে পাঁচ ম্যাচ খেলে হামজার গোল হলো চারটি।
লিড ধরে রেখে জয়ের দিকেই এগোচ্ছিল বাংলাদেশ। তবে ম্যাচের ৯৩তম মিনিটে বদলে যায় সবকিছু। সতীর্থের কর্নারে আলতো করে পা ছুঁইয়ে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান অনন্ত। মিতুল পারেননি বল রুখতে।
এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে আগামী মঙ্গলবার এই মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচের আগে পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য নেপালকে হারানোর আত্মবিশ্বাস দরকার ছিল স্প্যানিশ কোচ কাবরেরার দলের। তবে তা অধরাই থেকে গেল।
বাংলাদেশের দুর্ভাবনার কারণ আছে আরও। চোট নিয়ে ৭১তম মিনিটে জায়ান আহমেদ ও ৭৯তম মিনিটে হামজা মাঠ ছাড়েন। তাদের চোট গুরুতর কিনা তা এখনও নিশ্চিত নয়। হামজার বদলি হিসেবে মাঠে নামেন কিউবা মিচেল। ১৯ বছর বয়সী মিডফিল্ডারের অভিষেক হলো আন্তর্জাতিক মঞ্চে।
ভারতের বিপক্ষে বহুল প্রতীক্ষিত লড়াইয়ের আগে সব মিলিয়ে ১৭ জন খেলোয়াড়কে পরখ করে দেখেন বাংলাদেশের কোচ। দ্বিতীয়ার্ধের শুরুতে নামেন শমিত সোম। এরপর কিউবা ছাড়াও মাঠে ঢোকেন শাহরিয়ার ইমন, শাকিল আহাদ তপু, মোহাম্মদ হৃদয় ও সৈয়দ শাহ কাজেম কিরমানি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়








































































































































































































