দুর্গোৎসবে নওগাঁ জেলার মহাদেবপুরে ‘শিব বিগ্রহ’ মন্দিরে শ্রেষ্ঠ পূজা মন্ডপ নির্বাচিত

- Update Time : ০৩:২০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
- / ৬৩ Time View
এবারের দুর্গোৎসবে নওগাঁ জেলায় মোট ৭৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মহাদেবপুর উপজেলায় ১৫১ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়।
জেলাভিত্তিক দুর্গোৎসবে নওগাঁ জেলায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পূজা মন্ডপের সম্মাননা পেলেন মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ মোড়ের শিব বিগ্রহ মন্দির। জেলায় ৭৫১ ও উপজেলা পর্যায়ে ১৫১ টি পুজা মন্ডপের মধ্যে শারদীয় দুর্গাপূজা- ২০২৪ এ, ১ ম স্থান অর্জন করে এই শিব বিগ্রহ মন্দির।
জেলার ১১টি উপজেলায়, উপজেলা ভিত্তিক পূজা মণ্ডপের সংখ্যা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ১১৬টি, আত্রাই উপজেলায় ৪৮টি, রানীনগর উপজেলায় ৪৩টি, বদলগাছী উপজেলায় ১০৮টি, মহাদেবপুর উপজেলায় ১৫১টি, মান্দা উপজেলায় ৭৪টি, নিয়ামতপুর উপজেলায় ৬৯টি, পোরশা উপজেলায় ১৩টি, সাপাহার উপজেলায় ১৮টি, পত্নীতলা উপজেলায় ৮১টি এবং ধামইরহাট উপজেলায় ৩০টি।
মহাদেবপুর উপজেলায় ১৫১ টি পূজা মন্ডপের মধ্যে শিবগঞ্জ মোড়ের শিব বিগ্রহ মন্দির শ্রেষ্ঠ পূজা মন্ডপের স্থান অর্জনের পুরস্কার সেই মন্দিরের প্রতিষ্ঠাতা এবং সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মিলন কুমার সরকারের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তার একমাত্র জামাতা শুভঙ্কর পন্ডিত। তিনি এসময় ১ম স্থান অর্জনে মন্দিরের সকলের ঐকান্তিক পরিশ্রমে এই সাফল্য অর্জিত হয়েছে বলে উল্লেখ করে, মন্দিরের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
নওরোজ/এসএইচ