ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
‘ভুয়া ভুয়া’

দুয়োধ্বনি ভালো লাগেনি স্যামির

স্পোর্টস ডেস্ক
  • Update Time : ১২:৩৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / ৮৩ Time View

ওয়েস্ট ইন্ডিজ কোচ স্যামির

ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ নিশ্চিত হওয়ার পর চট্টগ্রামে বাংলাদেশের সমর্থকরা আওয়াজ তুলেন ‘ভুয়া’, ‘ভুয়া’। দলের বাজে পারফরম্যান্সের মাজে এই দুয়োধ্বনি তারা ম্যাচ জুড়েই দিয়েছেন। এমনকি নির্দিষ্ট খেলোয়াড়দের নাম ধরেও চলেছে এমন স্লোগান।

কৌতূহল নিয়ে এই শব্দের অর্থ জেনেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি। পরে বলেছেন বাংলাদেশের সমর্থকদের এসব আচরণ একদম ভালো লাগেনি তার।

বাংলাদেশের ক্রিকেট কাঠামোর পাশাপাশি সংস্কৃতি এখনো পরিপক্ব নয়। এখানে কেউ একটু ভালো করলেই মাথায় তোলা হয় দ্রুত, আবার খারাপ করলে হয় বিস্তর গালাগাল। ক্রিকেট জাতি হিসেবে অস্থিরতার তীব্র আগ্রাসী বহিঃপ্রকাশ বেরিয়ে যায় প্রায়ই।

শুক্রবার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে ৫ উইকেটে। ১৫১ রানের পুঁজি ১৯ বল আগেই পেরিয়ে যায় ক্যারিবিয়ানরা। আগের দুই ম্যাচে পরে ব্যাট করতে গিয়েও হারে স্বাগতিক দল। তিন ম্যাচেই দলের ব্যাটিং পারফরম্যান্স ছিলো প্রশ্নবিদ্ধ।

হতাশাজনক পারফরম্যান্সের প্রতিক্রিয়া যেভাবে ক্ষুব্ধ সমর্থকরা দেখিয়েছেন তাতে একদম সমর্থন নেই প্রতিপক্ষ কোচের। দুইবারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক স্যামি বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের বলেন, ‘নিজেদের খেলোয়াড়দের তারা যেভাবে ট্রিট করল আমার সেটা ভালো লাগেনি। শুনলাম তারা “ভুয়া”, “ভুয়া” বলছে। আমি জানতে পেরেছি এর অর্থ কী। আপনি যখন হোম টিমকে সমর্থন করতে আসবেন আপনি ভক্ত। প্রতিটা খেলোয়াড়ই সামর্থ্যের সেরাটা দিয়ে চেষ্টা করে। তাদেরকে আপনার সমর্থন করা উচিত। আমি জানি তারা চায় দল ভালো করুক। তাদের বেশি সমর্থন, প্রেরণা দলকে এগিয়ে নিয়ে যাবে। খেলোয়াড়দের হেয় করবেন না, সুন্দর আচরণ করুন।’

Please Share This Post in Your Social Media

‘ভুয়া ভুয়া’

দুয়োধ্বনি ভালো লাগেনি স্যামির

স্পোর্টস ডেস্ক
Update Time : ১২:৩৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ নিশ্চিত হওয়ার পর চট্টগ্রামে বাংলাদেশের সমর্থকরা আওয়াজ তুলেন ‘ভুয়া’, ‘ভুয়া’। দলের বাজে পারফরম্যান্সের মাজে এই দুয়োধ্বনি তারা ম্যাচ জুড়েই দিয়েছেন। এমনকি নির্দিষ্ট খেলোয়াড়দের নাম ধরেও চলেছে এমন স্লোগান।

কৌতূহল নিয়ে এই শব্দের অর্থ জেনেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি। পরে বলেছেন বাংলাদেশের সমর্থকদের এসব আচরণ একদম ভালো লাগেনি তার।

বাংলাদেশের ক্রিকেট কাঠামোর পাশাপাশি সংস্কৃতি এখনো পরিপক্ব নয়। এখানে কেউ একটু ভালো করলেই মাথায় তোলা হয় দ্রুত, আবার খারাপ করলে হয় বিস্তর গালাগাল। ক্রিকেট জাতি হিসেবে অস্থিরতার তীব্র আগ্রাসী বহিঃপ্রকাশ বেরিয়ে যায় প্রায়ই।

শুক্রবার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে ৫ উইকেটে। ১৫১ রানের পুঁজি ১৯ বল আগেই পেরিয়ে যায় ক্যারিবিয়ানরা। আগের দুই ম্যাচে পরে ব্যাট করতে গিয়েও হারে স্বাগতিক দল। তিন ম্যাচেই দলের ব্যাটিং পারফরম্যান্স ছিলো প্রশ্নবিদ্ধ।

হতাশাজনক পারফরম্যান্সের প্রতিক্রিয়া যেভাবে ক্ষুব্ধ সমর্থকরা দেখিয়েছেন তাতে একদম সমর্থন নেই প্রতিপক্ষ কোচের। দুইবারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক স্যামি বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের বলেন, ‘নিজেদের খেলোয়াড়দের তারা যেভাবে ট্রিট করল আমার সেটা ভালো লাগেনি। শুনলাম তারা “ভুয়া”, “ভুয়া” বলছে। আমি জানতে পেরেছি এর অর্থ কী। আপনি যখন হোম টিমকে সমর্থন করতে আসবেন আপনি ভক্ত। প্রতিটা খেলোয়াড়ই সামর্থ্যের সেরাটা দিয়ে চেষ্টা করে। তাদেরকে আপনার সমর্থন করা উচিত। আমি জানি তারা চায় দল ভালো করুক। তাদের বেশি সমর্থন, প্রেরণা দলকে এগিয়ে নিয়ে যাবে। খেলোয়াড়দের হেয় করবেন না, সুন্দর আচরণ করুন।’