দুবাইতে নতুন জাতীয় পরিচয়পত্র পেলো প্রবাসী বাংলাদেশিরা

- Update Time : ১২:১৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
- / ১২৪ Time View
সংযুক্ত আরব আমিরাতের দুবাই মিশন থেকে প্রথমবারের মতো নতুন জাতীয় পরিচয়পত্র হাতে পেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুবাই বাংলাদেশ কনস্যুলেটে আনুষ্ঠানিকভাবে প্রবাসীদের হাতে স্মার্টকার্ড তুলে দেয়া হয়।
এদিন দুবাইয়ে স্মার্টকার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিদিন গড়ে ৫০টি আবেদন গ্রহণ করা হচ্ছে বলে জানান কনসাল জেনারেল। এর আগে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশিদের নতুন জাতীয় পরিচয় পত্র দেয়া হয়।
কনসাল জেনারেল জানান, মাত্র ১৭ দিনের কর্মদিবসে দুবাইয়ে ৮৩৮টি এনআইডির নিবন্ধন সম্পন্ন করা হয়েছে। আগামীতে নির্ভুল জাতীয় পরিচয়পত্র প্রদানে আত্মবিশ্বাসী তারা। আবেদনের একমাসেরও কম সময়ে স্মার্টকার্ড প্রবাসীদের হাতে তুলে দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বাচন কমিশন ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান জানান, আগামীতে এনআইডিতে পরিবর্তন আসবে। জন্মের সঙ্গে সঙ্গেই একটি আইডি পাবেন নাগরিকরা। এসময় নির্বাচন কমিশনার জাতীয় পরিচয়পত্র ইস্যুতে প্রবাসীদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি।