দুদকের মামলায় গ্রেপ্তার কামরুল ইসলাম

- Update Time : ০৪:২৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- / ২৬ Time View
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ৩ এর বিচারক সামিদুল ইসলাম এ আদেশ দেন।
এর আগে, এদিন সকালে কামরুল ইসলামকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করে দুদক। পরে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
গত বছরের ২৩ ডিসেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক।
গত বছর ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা–১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ১৯ নভেম্বর তাকে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়। এ ছাড়া তার বিরুদ্ধে আরও কয়েকটি হত্যা মামলা রয়েছে। তাকে বিভিন্ন মেয়াদে রিমান্ডেও নেওয়া হয়।
মামলার এজাহারে বলা হয়, কামরুল ইসলামের নামে জ্ঞাত আয়বহির্ভূত ৬ কোটি ২৯ লাখ ১৯ হাজার ১৯৫ টাকার সম্পদের মালিকানা অর্জন করে ভোগ দখলে রাখা এবং ১৫টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ২১ কোটি ১৮ লাখ ১৫ হাজার ৪৬৫ টাকা লেনদেন করে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও ঘুষ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তা রূপান্তর বা স্থানান্তর বা হস্তান্তর করে দুদকের আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।