দুদকের মামলায় এস কে সুরের বিচার শুরু
- Update Time : ০৫:৫৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / ১৫৩ Time View
সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর ওরফে এসকে সুর চৌধুরীর বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আয়েশা নাসরিন বৃহস্পতিবার এস কে সুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২০ জানুয়ারি দিন ধার্য করে দেন।
এস কে সুরকে এদিন আদালতে হাজির করার পর দুদকের পক্ষে প্রসিকিউটর শামসুদ্দিন মো. আবুল কালাম অভিযোগ গঠনের শুনানি করেন। আসামির পক্ষে আইনজীবী না থাকায় অব্যাহতির বিষয়ে শুনানি হয়নি।
নিয়ম অনুযায়ী এস কে সুরকে অভিযোগ পড়ে শোনানো হয়। তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। এরপর আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।
এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টার দায়িত্ব পালন করেন।
তিনি ডেপুটি গভর্নর থাকার সময় ইন্টারন্যাশনাল লিজিংসহ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে আলোচিত ব্যাংকার পি কে হালদারের তিন হাজার কোটি টাকারও বেশি ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটে। এস কে সুরের বিরুদ্ধে পি কে হালদারকে সহযোগিতা করার অভিযোগ ছিল।
এর আগে পি কে হালদারের কেলেঙ্কারিতে নাম আসায় ২০২১ সালের জুলাইয়ে এস কে সুর ও তার স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় এনবিআর। ২০২২ সালের ২৯ মার্চ দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদও করে।
চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর এ বছর ১৪ জানুয়ারি দুদকের মামলায় এস কে সুর চৌধুরীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে বলা হয়, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হওয়ার অভিযোগে এসকে সুরকে নিজের এবং নির্ভরশীল ব্যক্তিদের সম্পদ বিবরণী দাখিল করার নোটিস দেওয়া হয়। তিনি গত বছরের ২৭ অক্টোবর সম্পদ বিবরণী দাখিলের আদেশসহ সম্পদ বিবরণী ফরম গ্রহণ করেন। কিন্তু আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি।
নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় এস কে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে গত বছর ২৩ ডিসেম্বর মামলা করেন দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন। তদন্ত শেষে চলতি বছরের ২৫ অগাস্ট তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়




































































































































































