দুই হাজারের অধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বাকৃবি ছাত্রদলের ইফতার মাহফিল

- Update Time : ১১:০০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / ৪ Time View
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দুস্থ, এতিম ও গরিবদের সাথে নিয়ে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বরে ওই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে দুই হাজারেরও অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এছাড়াও দুস্থ ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করে।
ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ ছাত্রদলের বাকৃবি শাখার নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং শিক্ষা ও গণতন্ত্রের অগ্রগতির জন্য দোয়া করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ধরনের আয়োজনকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে সাহায্য করে। এ নিয়ে কৃষি অনুষদের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, “এটা শুধু ইফতার মাহফিল নয়, বরং একে অপরের প্রতি সহযোগিতার মানসিকতা গড়ে তোলার একটা সুযোগ।”
এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বলেন, ইফতারে শিক্ষার্থীদের ঢল প্রমাণ করে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের মন জয় করতে পেরেছে। আর এই ধারা অব্যাহত রাখার মাধ্যমে বাকৃবিকে জাতীয়তাবাদের আতুর ঘরে পরিণত করে, সুস্থ ধারার রাজনীতির রোল মডেলে পরিণত করতে সফলভাবে এগিয়ে যাচ্ছে।
ইফতার ও দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান বলেন, “রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও আত্মত্যাগের মাস। এই মাসে ন্যায়বিচার, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের প্রতিজ্ঞা আরও দৃঢ় হতে হবে। আমরা আগামী দিনগুলোতে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে সব ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকব । দেশের স্বার্থে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদল কখনো আপোষ করবে না। ইনশাআল্লাহ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবেই।”
তিনি আরও বলেন, “রাজপথের আন্দোলন থেকে শুরু করে সাংগঠনিক কর্মকাণ্ড—সবক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ। এই দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে আমরা মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছি, যেন আমাদের সংগ্রাম সফল হয় এবং দেশবাসী আবারও মুক্ত গণতন্ত্রের স্বাদ পায়।”
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়