ব্রেকিং নিউজঃ
দুই লাখ ৬০ হাজারে বিক্রি ১৯৪ কেজির ভোল

কক্সবাজার জেলা প্রতিনিধি
- Update Time : ০৫:১৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ৩১ Time View
কক্সবাজারের টেকনাফের নাফনদীতে ১৯৪ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছে। মাছটি দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা।
শাহপরীর দ্বীপ নৌ-ঘাটের সভাপতি মো. হাসান জানান, দুপুরে শাহপরীর দ্বীপের বাসিন্দা কালা মিয়ার জালে ১৯৪ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়ে। মাছটি যখন ৭-৮ জন লোক গাছের সঙ্গে পেঁচিয়ে তুলে আনে তখন সেটি দেখার জন্য স্থানীয়রা ভিড় জমায়। মাছটি অটোরিকশায় করে টেকনাফ বাজারে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে দুই লাখ ৬০ হাজার টাকায় ভোল মাছটা বিক্রি করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, নাফনদীতে মাছ ধরার সুযোগ পেয়ে জেলেরা ভালো ভালো মাছ পাচ্ছেন। আমি আশাবাদী জেলেরা আরও সুন্দরভাবে জীবন যাপন করতে পারবেন।