ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দুই বছরের শিশুকে ধর্ষণ, পিতাকে হুমকি

সিলেট প্রতিনিধি
  • Update Time : ১০:৩৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১০১ Time View

প্রতীকী ছবি

সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের পল্লীতে দুই বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সুপাতলা গ্রামে মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার ওই শিশুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

জানা যায়, ফাঁকা বাসায় একা পেয়ে প্রতিবেশী রাজু আহমদ (১৬) নামের এক কিশোর ওই শিশুকে ধর্ষণ করে। ধর্ষক কিশোর একই গ্রামের কামাল উদ্দিনের ছেলে। এলাকায় তারা খুব প্রভাবশালী হওয়ায় ভিকটিমের পরিবারকে মামলা দায়ের না করতে চাপ দেওয়া হচ্ছে।

এদিকে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ওই শিশুর দিনমজুর পিতা থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছেন।

বিয়ানীবাজার থানার ডিউটি অফিসার এসআই হোসেন জানান, অভিযুক্ত রাজুকে গ্রেফতারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

দুই বছরের শিশুকে ধর্ষণ, পিতাকে হুমকি

সিলেট প্রতিনিধি
Update Time : ১০:৩৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের পল্লীতে দুই বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সুপাতলা গ্রামে মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার ওই শিশুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

জানা যায়, ফাঁকা বাসায় একা পেয়ে প্রতিবেশী রাজু আহমদ (১৬) নামের এক কিশোর ওই শিশুকে ধর্ষণ করে। ধর্ষক কিশোর একই গ্রামের কামাল উদ্দিনের ছেলে। এলাকায় তারা খুব প্রভাবশালী হওয়ায় ভিকটিমের পরিবারকে মামলা দায়ের না করতে চাপ দেওয়া হচ্ছে।

এদিকে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ওই শিশুর দিনমজুর পিতা থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছেন।

বিয়ানীবাজার থানার ডিউটি অফিসার এসআই হোসেন জানান, অভিযুক্ত রাজুকে গ্রেফতারে অভিযান চলছে।