দুঃখ প্রকাশ করেছেন সুনেরাহ

- Update Time : ১১:১৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
- / ২৫৮ Time View
গত সপ্তাহে অভিনেতা শরীফুল রাজের ফেসবুক একাউন্টে সুনেরাহসহ তিন অভিনেত্রী ও রাজের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়। সেই সময় সুনেরাহ এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার হুমকি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। এবার ভাইরাল হওয়া ভিডিওতে খারাপ ভাষা ব্যবহার করার জন্য গণমাধ্যমে এক সাক্ষাৎকারে সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন সুনেরাহ বিনতে কামাল।
তিনি বলেন, ‘এই বিষয়ে আমি আর জড়াতেও চাই না, আর কথাও বলতে চাই না। আমার জায়গা যতটা ক্লিয়ার করা দরকার ছিল, আমি করেছি। আমার কারো প্রতি কোনো ক্ষোভ বা কিছুই নেই। আমি এখন যে সিচুয়েশন দিয়ে যাচ্ছি এটা আমি ডিজার্ভ করি না।’
ভিডিওতে প্রকাশিত ভাষা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এ অভিনেত্রী। তার ভাষ্যমতে, যারা বোঝেন তারা তাকে দোষ দিয়ে কথা বলবে না।
তিনি আরও বলেন, ‘আমি আগে যে সুনেরাহ ছিলাম, এখন আর তা নেই। আমি ভাইরাল ভিডিওতে যে ভাষা ব্যবহার করেছি, তার জন্য সবার কাছে স্যরি।’
‘ন ডরাই’ সিনেমার মধ্য নিয়ে ঢালিউডে যাত্রা শুরু হয় সুবেরাহ বিনতে কামালের। এবার ইদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে সুনেরাহ অভিনীত দ্বিতীয় সিনেমা ‘অন্তর্জাল’।