দীর্ঘদিন বন্ধ থাকার পর রংপুর এক্সপ্রেসের চলাচল শুরু

- Update Time : ০৩:২৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
- / ১০৪ Time View
সারাদেশের ন্যায় দীর্ঘদিন বন্ধ থাকা ও স্বাভাবিক অবস্থা ফিরে আসায় ২৮ দিন পর আবার চলাচল শুরু করেছে রংপুর এক্সপ্রেস।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জ্বালাও পড়াও ও আইনশৃঙ্খলা অবনতির কারণে বন্ধ ছিল আন্তঃনগর ট্রেন চলাচল। স্বাভাবিক অবস্থা ফিরে আসায় ২৮দিন পর আবার চালু হয়েছে রংপুর এক্সপ্রেস।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) নির্ধারিত সময় রাত ৮টা ১০ মিনিটে রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় রংপুর এক্সপ্রেস।
রংপুর রেলওয়ে স্টেশনের তত্ত্বাবধায়ক শংকর গাঙ্গুলী জানান, গত ১৮ জুলাই থেকে সারাদেশর মতো রংপুরেও বন্ধ ছিল আন্তঃনগর ট্রেন চলাচল। ফলে রংপুর এক্সপ্রেস ট্রেনটিও বন্ধ থাকে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক আবারও ট্রেন চলাচল শুরু হওয়ায় রংপুর এক্সপ্রেসও আজ থেকে চালু হলো।
শংকর গাঙ্গুলী আরও জানান, রংপুর স্টেশনের জন্য সব শ্রেণির ২৫০টি টিকিট বরাদ্দ। অনলাইনে ও সরাসরি সবগুলো টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। স্টাফরাও কাজে যোগ দিয়েছেন। নির্বিঘ্নে যাত্রীদের চলাচলের জন্য সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
রংপুর নগরীর খামারপাড়া এলাকার যাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোবাহান বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত জানতে পেরে ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ট্রেনে যাতায়াত অনেক আরামদায়ক। অনেক দিন বন্ধের পর ট্রেন চালু হওয়ায় আমরা খুশি।’
একই অনুভূতি ব্যক্ত করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নুর মোহাম্মদ। তিনি বলেন, ‘ঢাকায় থাকা অবস্থায় স্ত্রী ও সন্তানদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। ট্রেন চালু হওয়ায় এখন তাদের নিয়ে ঢাকা ফিরে যাচ্ছি।’
গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। এরপর থেকে আন্দোলনের মাত্রা ছড়িয়ে পড়ে সর্বত্র। নিরাপত্তার কথা বিবেচনা করে এর দুদিন পর ১৮ জুলাই আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ করে দেয় তৎকালীন সরকার।
৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। বর্তমান সরকারের সার্বিক প্রচেষ্টায় ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে জনজীবন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়