দিল্লিতে আবারও ৬ স্কুলে বোমা রাখার হুমকি

- Update Time : ০২:৩২:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- / ৫০ Time View
এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার বোমাতঙ্ক দিল্লির স্কুলে। শুক্রবার দিল্লির ছয়টি স্কুলে ই-মেইল করে বলা হয়, বোমা রাখা আছে।ইস্ট অফ কৈলাশে দিল্লি পাবলিক স্কুল, সালওয়ান, মডার্ন, কেমব্রিজ স্কুলসহ দিল্লির অন্তত ছয়টি স্কুলে শুক্রবার সকালে ই-মেইল মারফত বোমা রাখার কথা বলা হয়। তারপর স্কুল কর্তৃপক্ষ সব শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ছয়টি স্কুলে ই-মেইল করে বলা হয়, বোমা রাখা আছে।
এর মধ্যে রয়েছে- ইস্ট অফ কৈলাশে দিল্লি পাবলিক স্কুল, সালওয়ান, মডার্ন, কেম্ব্রিজ স্কুলসহ দিল্লির অন্তত ছয়টি স্কুলে ই-মেইল মারফত বোমা রাখার কথা বলা হয়। তারপর স্কুল কর্তৃপক্ষ সব পড়ুয়াকে বাড়ি পাঠিয়ে দেন।
শিক্ষার্থীদের বাড়িতেও মেসেজ করে জানানো হয়, বাচ্চারা যেন স্কুলে না আসে।
ই-মেইলে বলা হয়েছে, আমি নিশ্চিত যে আপনারা স্কুলে ঢোকার সময় পড়ুয়াদের ব্যাগ ভালো করে পরীক্ষা করে দেখেন না। স্কুলে অত্যন্ত শক্তিশালী বোমা রাখা আছে। সেগুলি স্কুল ভবন ধ্বংস করার ও প্রচুর প্রাণহানি ঘটানোর ক্ষমতা রাখে। ১৩ বা ১৪ ডিসেম্বর স্কুলে বিস্ফোরণ হতে পারে। ১৪ ডিসেম্বর স্কুলে পেরেন্ট-টিচার্স মিটিং আছে। সেদিন বিস্ফোরণের প্রভূত সম্ভাবনা আছে।
ই-মেইলে দাবি করা হয়েছিল, স্কুল চত্বরে একাধিক বিস্ফোরক রাখা আছে। একটি গোপন গোষ্ঠী স্কুলে বিস্ফোরণ ঘটাতে চাইছে। পুলিশ অবশ্য তল্লাশি চালিয়ে এখনো পর্যন্ত কোনো বিস্ফোরক খুঁজে পায়নি।
নওরোজ/এসএইজ