ঢাকা ১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সাজাপ্রাপ্ত আসামির জামিন হওয়ায় জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী প‌রিবারের সংবাদ সম্মেলন ১৩ বৎসর পর সাবেক এমপি’র স্ত্রী হত্যাকান্ডের রহস্য উন্মোচন ভারতীয় কারখানায় তৈরি বিপুল পরিমান অবৈধ চোরাই ফোন উদ্ধার, গ্রেফতার ৪ দিনাজপুর বোর্ডে পরীক্ষার্থী ১১৩৪২০, বেড়েছে মেয়ে শিক্ষার্থী রংপুরে ৬ মাসের মধ্যে রোবটিক সার্জারী শুরু হতে যাচ্ছে ‘আমার চর, আমার পল্লী’ গঠনের মাধ্যমে চরের মানুষের স্থায়ীভাবে ভাগ্য উন্নয়ন করা হবে রংপুর মহানগরীসহ বিভাগের আট জেলায় অসহনীয় লোডশেডিংয়ে ক্ষুব্ধ গ্রাহকরা স্বস্তি নেই সিলেটের বাজারে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে এমপিকে উষ্ণ সংবর্ধনা মসজিদের পুকুরে ধরা পড়ল ১০ ইলিশ

দিনাজপুর বোর্ডে পরীক্ষার্থী ১১৩৪২০, বেড়েছে মেয়ে শিক্ষার্থী

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো
  • Update Time : ০৭:৩৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
  • / ৯ Time View

সারা দেশের ন্যায় রংপুর বিভাগে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ রোববার (৩০ জুন) শুরু হয়েছে। এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৪২০ জন। গত বছর এ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১ লাখ ১২ হাজার ৩২২ জন। চলতি বছর ১ হাজার ৯৮ জন পরীক্ষার্থী বেড়েছে।

এদিকে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে একাধিক ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। কলেজের শিক্ষকদের সমন্বয়ে গঠিত ভিজিলেন্স টিম পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালন করবে। এ ছাড়া বোর্ডের নিজস্ব কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে সাতটি ঝটিকা ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এসব ঝটিকা ভিজিলেন্স টিম বোর্ডের সকল পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মীর সাজ্জাদ আলী জানান, চলতি বছর এইচএসসি পরীক্ষায় ২০৪টি পরীক্ষাকেন্দ্রে ৬৬২টি কলেজের ১ লাখ ১৩ হাজার ৪২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। গত বছরের তুলনায় এ বছর বেশি মেয়ে পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছর ছেলে পরীক্ষার্থী ছিল ৫৫ হাজার ৫০৩ জন, এ বছর অংশ নেবে ৫৫ হাজার ৭১৮ জন। বেড়েছে ২১৫ জন ছেলে পরীক্ষার্থী। গত বছর মেয়ে পরীক্ষার্থী অংশ নেয় ৫৬ হাজার ৮১৯ জন। চলতি বছর অংশ নিচ্ছে ৫৭ হাজার ৭০২ জন মেয়ে পরীক্ষার্থী। বেড়েছে ৮১৯ জন মেয়ে পরীক্ষার্থী।

তিনি আরও জানান, মোট পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৩১ হাজার ৯৩৫ জন, মানবিক বিভাগে ৭২ হাজার ৫৩২ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮ হাজার ৯৫৩ পরীক্ষার্থীসহ মোট ১ লাখ ১৩ হাজার ৪২০ জন পরীক্ষায় অংশ নিচ্ছে।

মীর সাজ্জাদ আলী জানান, এর মধ্যে রংপুর জেলা থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে ২৪ হাজার ৯৭১ জন পরীক্ষার্থী, গাইবান্ধার ১৬ হাজার ৭ জন, নীলফামারীর ১৩ হাজার ৬৬৩ জন, কুড়িগ্রামের ১১ হাজার ৩৫৯ জন, লালমনিরহাটের ৭ হাজার ১৪২ জন, দিনাজপুরের ২২ হাজার ৪৯৪ পরীক্ষার্থী, ঠাকুরগাঁও জেলার ১০ হাজার ১৮৯ জন ও পঞ্চগড় জেলার ৬ হাজার ৯৭৩ জন এইচএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

এদিকে রংপুর জেলায় এবার ৬৯টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪১টি কেন্দ্রে ২৪ হাজার ৯৭১ জন এইচএসসি, একটি কেন্দ্রে এইচএসসি ভোকেশনাল, ১৭টি কেন্দ্রে ৬ হাজার ৭৬৬ জন এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা বিএম এবং ১০টি কেন্দ্রে ২ হাজার ৩২ জন আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর কর্তৃক প্রকাশিত রুটিন অনুযায়ী ৩০ জুন হতে আগামী ১১ আগস্ট পর্যন্ত রংপুর মেট্রোপলিটন এলাকার ১৮টি পরীক্ষাকেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং দুপুর ২টা হতে বিকেল ৫টা পর্যন্ত এইচএসসি, আলিম, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রংপুর মহানগরীর পরীক্ষা কেন্দ্রসমূহ

১। সরকারি বেগম রোকেয়া কলেজ, ২। রংপুর সরকারি কলেজ, ৩। মাহিগঞ্জ কলেজ, ৪। সমাজকল্যাণ বিদ্যাবীথি বালিকা স্কুল অ্যান্ড কলেজ, ৫। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ৬। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, ৭। পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, ৮। কারমাইকেল কলেজ, ৯। হারাগাছ সরকারি কলেজ, ১০। হারাগাছ মডেল কলেজ, ১১। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, ১২। আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ১৩। বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ১৪। ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদরাসা, ১৫। বড় রংপুর কারামতিয়া কামিল মাদরাসা, ১৬। রংপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ১৭। রবার্টসনগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় এবং ১৮। রংপুর সিটি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ।

সার্বিক প্রস্তুতি নিয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক স. ম. আব্দুস সামাদ আজাদ জানান, গত ৪ বছর করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান অনিয়মিত ছিল এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে কিছু শিক্ষার্থী ঝরে পড়েছে। শিক্ষায় কিছুটা অচল অবস্থার সৃষ্টি হয়। করোনা পরিস্থিতির পর বর্তমানে স্বাভাবিকভাবে শিক্ষা কার্যক্রম চলছে। শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে। লেখাপড়ায় মনোযোগী হয়েছে।

তিনি আরও জানান, এবার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ও ত্রুটিমুক্ত পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে একাধিক ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। কলেজ শিক্ষকদের সমন্বয়ে নিয়মিত ভিজিলেন্স টিম পরীক্ষাকেন্দ্রের দায়িত্ব পালন করবে। এ ছাড়া বোর্ডের নিজস্ব কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে সাতটি ঝটিকা ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এ ঝটিকা ভিজিলেন্স টিমগুলো বোর্ডের সবগুলো পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের দায়িত্ব পালন করবে। পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে সকল প্রকার জনসমাবেশ, মিছিল-মিটিং ও অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

দিনাজপুর বোর্ডে পরীক্ষার্থী ১১৩৪২০, বেড়েছে মেয়ে শিক্ষার্থী

Update Time : ০৭:৩৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪

সারা দেশের ন্যায় রংপুর বিভাগে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ রোববার (৩০ জুন) শুরু হয়েছে। এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৪২০ জন। গত বছর এ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১ লাখ ১২ হাজার ৩২২ জন। চলতি বছর ১ হাজার ৯৮ জন পরীক্ষার্থী বেড়েছে।

এদিকে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে একাধিক ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। কলেজের শিক্ষকদের সমন্বয়ে গঠিত ভিজিলেন্স টিম পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালন করবে। এ ছাড়া বোর্ডের নিজস্ব কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে সাতটি ঝটিকা ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এসব ঝটিকা ভিজিলেন্স টিম বোর্ডের সকল পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মীর সাজ্জাদ আলী জানান, চলতি বছর এইচএসসি পরীক্ষায় ২০৪টি পরীক্ষাকেন্দ্রে ৬৬২টি কলেজের ১ লাখ ১৩ হাজার ৪২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। গত বছরের তুলনায় এ বছর বেশি মেয়ে পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছর ছেলে পরীক্ষার্থী ছিল ৫৫ হাজার ৫০৩ জন, এ বছর অংশ নেবে ৫৫ হাজার ৭১৮ জন। বেড়েছে ২১৫ জন ছেলে পরীক্ষার্থী। গত বছর মেয়ে পরীক্ষার্থী অংশ নেয় ৫৬ হাজার ৮১৯ জন। চলতি বছর অংশ নিচ্ছে ৫৭ হাজার ৭০২ জন মেয়ে পরীক্ষার্থী। বেড়েছে ৮১৯ জন মেয়ে পরীক্ষার্থী।

তিনি আরও জানান, মোট পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৩১ হাজার ৯৩৫ জন, মানবিক বিভাগে ৭২ হাজার ৫৩২ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮ হাজার ৯৫৩ পরীক্ষার্থীসহ মোট ১ লাখ ১৩ হাজার ৪২০ জন পরীক্ষায় অংশ নিচ্ছে।

মীর সাজ্জাদ আলী জানান, এর মধ্যে রংপুর জেলা থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে ২৪ হাজার ৯৭১ জন পরীক্ষার্থী, গাইবান্ধার ১৬ হাজার ৭ জন, নীলফামারীর ১৩ হাজার ৬৬৩ জন, কুড়িগ্রামের ১১ হাজার ৩৫৯ জন, লালমনিরহাটের ৭ হাজার ১৪২ জন, দিনাজপুরের ২২ হাজার ৪৯৪ পরীক্ষার্থী, ঠাকুরগাঁও জেলার ১০ হাজার ১৮৯ জন ও পঞ্চগড় জেলার ৬ হাজার ৯৭৩ জন এইচএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

এদিকে রংপুর জেলায় এবার ৬৯টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪১টি কেন্দ্রে ২৪ হাজার ৯৭১ জন এইচএসসি, একটি কেন্দ্রে এইচএসসি ভোকেশনাল, ১৭টি কেন্দ্রে ৬ হাজার ৭৬৬ জন এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা বিএম এবং ১০টি কেন্দ্রে ২ হাজার ৩২ জন আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর কর্তৃক প্রকাশিত রুটিন অনুযায়ী ৩০ জুন হতে আগামী ১১ আগস্ট পর্যন্ত রংপুর মেট্রোপলিটন এলাকার ১৮টি পরীক্ষাকেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং দুপুর ২টা হতে বিকেল ৫টা পর্যন্ত এইচএসসি, আলিম, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রংপুর মহানগরীর পরীক্ষা কেন্দ্রসমূহ

১। সরকারি বেগম রোকেয়া কলেজ, ২। রংপুর সরকারি কলেজ, ৩। মাহিগঞ্জ কলেজ, ৪। সমাজকল্যাণ বিদ্যাবীথি বালিকা স্কুল অ্যান্ড কলেজ, ৫। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ৬। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, ৭। পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, ৮। কারমাইকেল কলেজ, ৯। হারাগাছ সরকারি কলেজ, ১০। হারাগাছ মডেল কলেজ, ১১। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, ১২। আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ১৩। বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ১৪। ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদরাসা, ১৫। বড় রংপুর কারামতিয়া কামিল মাদরাসা, ১৬। রংপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ১৭। রবার্টসনগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় এবং ১৮। রংপুর সিটি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ।

সার্বিক প্রস্তুতি নিয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক স. ম. আব্দুস সামাদ আজাদ জানান, গত ৪ বছর করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান অনিয়মিত ছিল এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে কিছু শিক্ষার্থী ঝরে পড়েছে। শিক্ষায় কিছুটা অচল অবস্থার সৃষ্টি হয়। করোনা পরিস্থিতির পর বর্তমানে স্বাভাবিকভাবে শিক্ষা কার্যক্রম চলছে। শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে। লেখাপড়ায় মনোযোগী হয়েছে।

তিনি আরও জানান, এবার এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ও ত্রুটিমুক্ত পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে একাধিক ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। কলেজ শিক্ষকদের সমন্বয়ে নিয়মিত ভিজিলেন্স টিম পরীক্ষাকেন্দ্রের দায়িত্ব পালন করবে। এ ছাড়া বোর্ডের নিজস্ব কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে সাতটি ঝটিকা ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এ ঝটিকা ভিজিলেন্স টিমগুলো বোর্ডের সবগুলো পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের দায়িত্ব পালন করবে। পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে সকল প্রকার জনসমাবেশ, মিছিল-মিটিং ও অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ থাকবে।