দিনাজপুরে শীতার্ত মানুষের পাশে প্রকৃতি ও জীবন ক্লাব এবং আশ্রয় সমবায় সংঘ

- Update Time : ০৮:৫৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
- / ৪৫ Time View
দিনাজপুরে তীব্র শীতে বিপর্যস্ত হতদরিদ্র-ছিন্নমূল ও খেটে খাওয়া শ্রমজীরী মানুষকে একটু উষ্ণতা দিতে পাশে যৌথ প্রচেষ্টায় পাশে এসে দাঁড়িয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং আশ্রয় সমবায় সংঘ । এসব অসহায় মানুষের হতে তুলে দিয়েছে শীতবস্ত্র কম্বল।
এতে কিছুটা হলেও স্তস্তি ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেছেন তারা। সেই সঙ্গে অসয়ায়-দরিদ্র শীতার্ত মানুষের পাশে প্রকৃতি ও জীবন ক্লাব এবং আশ্রয় সমবায় সংঘ দাঁড়ানোয় এমনি মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন, প্রশাসনিক কর্মকর্তা ও বিশিষ্ট সূধীজনেরা।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ভাদুয়ারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সহযোগিতায় বোচাগঞ্জ- ভাদুরীয়ার আশ্রয় সমবায় সংঘ শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো.আনোয়ার হোসেন (ক্রাইম এন্ড অপস)।
প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সভাপতি সহিদুর রহমান পাটোয়ারী মোহনের সভাপতিত্বে কম্বল বিতরণী উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.মারুফ হাসান,বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক মোহাম্মদ রাসেল,জেলা বিএনপির উপদেষ্টা মো.রবিউল গনি ও দিনাজপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহ্ আলম শাহী।
শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে সমাজ সেবক জাফর ইকবাল মন্টু,শাহজাহান শাহ্, সফির উদ্দীন,হুমায়ুন কবীর,আবু হাসান,লিয়াকত আলী, আশ্রয় সমবায় সংঘের জুয়েল রানাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
শীতবস্ত্র বিতরণীর উদ্বোধনি অনুষ্ঠানে বক্তারা বলেন, “প্রকৃতি ও জীবন ক্লাব এবং আশ্রয় সমবায় সংঘ ” দেশের উন্নয়ন বাস্তবায়ন ও মানবতার সেবায় নীরব ভাবে কাজ করে যাচ্ছে। মানবতার উন্নয়ন ও মনন বিকাশের কাজ করে যাওয়ার পাশিপাশি দুঃস্থ-অসহায় দরিদ্রদেরও সহায়তা দিচ্ছে
প্রকৃতি ও জীবন ক্লাব।প্রকৃতি ও জীবন ক্লাব এবং আশ্রয় সমবায় সংঘকে এমন মহতি উদ্যোগ অব্যাহত রেখে ধনি ও ধনার্ঢ্য ব্যক্তিদেরও অসহায়-দরিদ্র ও দুঃস্থদের পাশে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে দুই শতাধিক মানুষকে শীতবস্ত্র কম্বল দেওয়া হয়। ভবিষ্যতেও নানাভাবে সহায়তা কার্যক্রম নিয়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার কথা জানিয়েছে, প্রকৃতি ও জীবন ক্লাব এবং আশ্রয় সমবায় সংঘ।