দিনাজপুরে তীব্র শীত, তাপমাত্রা নেমেছে ৯.৫ ডিগ্রিতে

- Update Time : ০৩:০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / ৩৫ Time View
দেশের উত্তরঞ্চলে শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। আজ সোমবার (২৭ জানুয়ারি) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
গত সপ্তাহ ধরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত এবং কুয়াশা অব্যাহত রয়েছে, অন্যদিকে দিনের বেলায় সূর্যের আলো পড়ার সাথে সাথে কিছুটা স্বস্তি আসে। উত্তরমুখী বাতাস ঘণ্টায় ৩ কিলোমিটার বেগে বইছে।
এই তাপমাত্রা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া অফিসের দায়িত্বে থাকা তোফাজ্জল হোসেন।
ঘন কুয়াশা, ঠান্ডা বাতাস এবং তীব্র তাপমাত্রা দৈনন্দিন জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করেছে, বিশেষ করে নিম্ন আয়ের ব্যক্তিদের জন্য যারা চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন। কুয়াশার কারণে, দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে।
শ্রমিক এবং নিম্ন আয়ের মানুষ, যারা গরম পোশাক কিনতে অক্ষম, সকালে তাদের কাজে যেতে কষ্ট হচ্ছে।
তীব্র ঠান্ডার কারণে কৃষকরা ঠিকভাবে মাঠে কাজ করতে পারছেন না। ফলে কৃষি কাজে ব্যাঘাত ঘটছে।
অতি প্রয়োজনীয় না হলে মানুষ বাইরে যাওয়া এড়িয়ে চলছে। দিনের বেলায় কিছুটা চলাচল থাকলেও, বিকেলের মধ্যে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়।
দিনাজপুর শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মশিউর রহমান জানান, শিশু এবং বয়স্কদের মধ্যে আবহাওয়াজনিত অসুস্থতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। ডাক্তার এবং নার্সদের রোগীদের চিকিৎসা করতে হিমশিম খেতে হচ্ছে, শিশু এবং বয়স্ক ব্যক্তিরা ডায়রিয়া, নিউমোনিয়া এবং শ্বাসকষ্টের মতো রোগে আক্রান্ত হচ্ছেন।