দিনাজপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

- Update Time : ১০:০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / ২২ Time View
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আই.ই.বি) দিনাজপুর কেন্দ্র এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ” ইঞ্জিনিয়ার্স ডে ” ২০২৫ উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ, প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা এবং আলোচনা সভা।
৭ মে ২০২৫ সন্ধ্যা ৭টায় সড়ক সার্কেল দিনাজপুরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত শপথ বাক্য পাঠ, প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা এবং আলোচনা সভায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) দিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান ও দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন আইইবি দিনাজপুর কেন্দ্রের সম্মানী সম্পাদক ও দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান।
অনুষ্ঠানে প্রকৌশলীদের ন্যায্য বিভিন্ন দাবি-দাওয়া এবং দেশের উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা শীর্ষক আলোচনা করেন আইইবি দিনাজপুর কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান ও আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্হাপনা পরিচালক প্রকৌশলী আবু আহমেদ জাফরুল্লাহ।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইইবি দিনাজপুর কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান ও দিনাজপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মুরাদ হোসেন, রাজশাহী সিটি কর্পোরেশন এর সাবেক প্রধান প্রকৌশলী মোঃ নুর ইসলাম (তুষার), দিনাজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ।
আরো বক্তব্য রাখেন প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, (ইইই), হাবিপ্রবি, দিনাজপুর, আইইবি দিনাজপুর কেন্দ্রের স্হানীয় কাউন্সিল সদস্য ও দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর চীফ ইন্সট্রাক্টর (মেকানিক্যাল) প্রকৌশলী মোঃ জাবেদ আলী, প্রকৌশলী মোঃ সৈকত আলী, আইটি ইঞ্জিনিয়ার , হাবিপ্রবি, দিনাজপুর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুরের বিভিন্ন প্রকৌশল দপ্তরের অন্যান্য প্রকৌশলী বৃন্দ ।