দিনাজপুরের মালেক ভাই আর নেই
- Update Time : ০৬:৪২:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / ১০ Time View
আমাদের সবার শ্রদ্ধাভাজন/ প্রিয় মালেক ভাই আর নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন )। শুক্রবার রাত দেড়টা ঢাকায় ইন্তেকাল করেছেন। আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমি শোকাহত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি, মহান আল্লাহ্ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। মালেক ভাইয়ের বাড়ী দিনাজপুর শহরের কসবায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা এবং বর্তমানে কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও সব দলের নেতাকর্মীদের কাছে তাঁর গ্রহণযোগ্যতা ছিল। তিনি সৎ খুবই ভালো এবং সাদা মনের একজন মানুষ ছিলেন। তিনি ছিলেন শতভাগ আদর্শবান এবং প্রকৃত দেশপ্রেমিক। আমি হারালাম একজন বড় ভাই ও অভিভাবককে ! তিনি খুবই আদর স্নেহ করে কথা বলতেন আমার সাথে, বিশেষ করে আমার বড় ভাই আমজাদকে হারানোর পরে। আমি কেমনি ভুলবো মালেক ভাইয়ের সেইসব কথা এবং স্মৃতি ।
বুধবার সন্ধ্যার পর তাঁর সাথে আমার সর্ব শেষ কথা হয়েছিল। আর শুক্রবার রাত দেড়টা তিনি ইন্তেকাল করেন।
বুধবার আমিই তাঁকে রিং করেছিলাম। একবারে উনি ফোন রিসিভ করলেন। বললাম ভাই, কেমন আছেন ? উনি বললেন, ভালো নাইরে ……. জিজ্ঞাসা করলাম, কেনো ? উনি বললেন, আমার শরীরটা ভালো নেইরে ! পায়ে পানি লেগেছে , মানে কি ? তখন আবারও বললেন, পানি জমেছে ?
আমি বললাম, ডাক্তারের কাছে যান ? উনি থেমে গেলেন…. !
আমি বললাম, রতন ভাই কানাডা থেকে আসেননি ? উনি বললেন এসেছে,মনে হয়। কিন্তু যোগাযোগ হয়নি। আসলে কি জানো,রতন ভাইয়েরও শরীরটা খারাপ !!!
তারপর উনি আমাকে বললেন, তুমি এখনেই চলে আসো আমার এখানে। আমি বললাম ভাই, আজকে আসবো না। ড্রাইভার নেই। ২/৩ দিনের মধ্যেই চলে আসবো ।
আমি তখন মধু ভাই এবং চৌধুরী আবদুল্লার নামে ২ জন কৃষিবিদের মোবাইল নং তাঁর কাছে চাইলাম। তিনি বললেন, আমার কাছে নেই। তবে সংগ্রহ করে দিতে পারবো। হুমায়ুনের কাছে নিতে হবে। আমি বললাম, সমির দাদার কাছ থেকে নিয়ে দেন, বললেন সমীর তো জেলে।
বললেন, বহুদিন খামারবাডীসহ কৃষিবিদ চত্বরে যাননি।
তুমি গাড়ীটা নিয়ে আসলে যাবো এবং তোমার সাথে জরুরী কথা আছে ? পরে দিনাজপুরের ৪/৫ জন গুরুত্বপূর্ণ লোকদের ( রাজনীতিক) ব্যাপারে কথা বললেন।
আপীলেট বিভাগের সিনিয়র বিচারপতি এনায়েতুর রহিম ভাইয়ের দু:খ -কষ্টের কথাও বললেন, ইত্যাদি ….! শেষে শুক্রবারে বিকেলে আমাদের একসাথে ঘুরতে বের হওয়ার কথা আগাম জানালেন।
এক পর্যায়ে একান্তই তাঁর নিজের ব্যক্তিগত এবং কিছু সমস্যার কথাও বললেন…….! পরে আমি তাঁকে বললাম, ভাই আপনি তো অনেক বেশী বেশী করে কাঁচা মরিচ খান, সেটা কম খাবেন।
ভাই এখন ফোন রেখে দিবো ? আপনি আমজাদ ভাইয়ের টেপ করা রেকডিং ছাড়েন ? একটু শুনি…..
এর অর্থ তাঁর গলার স্বর ছিলো, আমার বড় ভাই আমজাদের গলার ন্যায় ?
উনি বলতে লাগলেন, ” কিরে কোথায় ? বাসায় হনি ? বাসায় ফিরিসনি ? আজকে দেশের খবর কি ?
দুপুরে কোথায় খাইলি ? কি খাইলি ? ইত্যাদি ………….
যদি বলি, বাসায় ফিরিনি ! ইস এতোরাত হয়েছে ? বাসায় ফিরিসনি কেনো ? কাজ বেশী, হনি ? আগে বাসায় যাও ? পৌঁছে জানাইও। আর শোন, তোর বেটাদের নিয়ে আছিস
আমি সবার কাছে মালেক ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি।
এদিকে আব্দুল মালেক এর রুহের মাগফেরাতের জন্য পরিবারের পক্ষ থেকে আগামীকাল ১১.১১.২০২৪ ইং রোজ সোমবার বাদ আসর (বৈকাল ৪ ঘটিকা) মামুদপুর হাজীপাড়া জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হইয়াছে,
উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে আপনারা উপস্থিত থেকে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন আমার ভাইকে জান্নাতবাসী করেন। আমিন