ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

দারুনননাজাত একাডেমি ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড ২০২৪’ পেলেন ২৫ মা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:১৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / ১১৬ Time View

দারুনননাজাত একাডেমি ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড ২০২৪’ পেলেন ২৫ মা। সন্তানের রেজাল্ট, কো-কারিকুলার অ্যাক্টিভিটিসসহ বাৎসরিক সার্বিক সফলতার ওপর ভিত্তি করে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শনিবার সকালে দারুনননাজাত একাডেমি অডিটরিয়ামে ২৫ জন মায়ের হাতে অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়।

‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠানে একাডেমির সিইও নাজমুল ইসলাম বলেন, ‘দারুনননাজাত একাডেমি ক্ষুদ্র পরিসরে রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড প্রদান করেছে। মায়ের অবদান কখনো ক্ষুদ্র নয়। ক্ষুদে শিক্ষার্থীরা একদিন এই জাতির পথপ্রদর্শক হবে। পৃথিবীর অমূল্য সম্পদ হবে। একজন সন্তান অমূল্য সম্পদ হয়ে ওঠে তার মায়ের অপরিসীম ত্যাগ, সীমাহীন কষ্ট ও দিনের পর দিন সন্তানকে মানুষ করার আপ্রাণ প্রয়াস থেকে। কোনো সন্তানই মায়ের অবদান অস্বীকার করতে পারে না।’

তিনি বলেন, ‘সন্তানকে মানুষের মতো মানুষ করতে হলে মা-কে সবচে বেশি পরিশ্রম করতে হয়। মায়ের সকল কিছু অনুসরণ করে সন্তান। তাই মাকে প্রথমে আদর্শবান হতে হয়। একজন আদর্শ মা-ই হতে পারেন আদর্শ জাতি গঠনের অনুপ্রেরণা। একজন সচেতন ও চরিত্রবান মায়ের উপস্থিতি সন্তানের জীবনে পূর্ণতা আনে। আদর্শ মা-ই পারেন সন্তানের সুপ্ত মনোবৃত্তির বিকাশ ঘটিয়ে একটি কলহমুক্ত পরিবার, অপরাধবিহীন সমাজ এবং দুর্নীতিমুক্ত আদর্শ জাতি উপহার দিতে।’

দারুনননাজাত একাডেমির অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক বলেন, ‘মায়ের অবদান সম্পর্কে কুরআন, হাদিসসহ বহু গ্রন্থে বহু আলোচনা এসছে। মনিষী, বিজ্ঞানী ও সফল ব্যক্তির জীবনী পড়লে দেখা যায়, একজন সাধারণ মানুষ থেকে অসাধারণ হয়ে ওঠা, মনিষী হয়ে ওঠা, সফল হয়ে ওঠার পেছনে সবচেয়ে বেশি আবদান রাখা ব্যক্তিই হলেন মা। মায়ের অবদান চিরকালই অসামান্য। আমরা এই অ্যাওয়ার্ডের মাধ্যমে মায়েদের সম্মান দেখিয়েছি। আমাদের এই ছোট স্বীকৃতি একদিন বড় হবে। এই সামন্য স্বীকৃতির ছোঁয়ায় যদি একজন মা সামান্য অনুপ্ররেণা পান, তার সন্তান গঠনে সঠিক দিক-নির্দেশনা পান; সেটাই আমাদের জন্য খুশির বার্তা।’

‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড ২০২৪’ বিজয়ী সিরাজুম মুনীরা বলেন, ‘আলহামদুলিল্লাহ! আমি ভাষা হারিয়ে ফেলেছি। কী বলবো! শুধুই কান্না পাচ্ছে। দোয়া করি, আল্লাহ দারুননাজাত একাডেমিকে কবুল করুন। আমাদের সবাইকে কবুল করুন।’

আরেক বিজয়ী জেসমিন আক্তার বলেন, ‘দারুননাজাত একাডেমি মাত্র এক বছরে শিক্ষায় যে অসামন্য কাজ করেছে তা বিরল। একাডেমি এগিয়ে যাক দুর্বার গতিতে। একাডেমি তার সফলতা ধরে রাখলে অচিরেই দেশ ও জাতির সম্পদ হয়ে উঠবে। আমি আমার সন্তানের সার্বিক উন্নয়নে গর্বিত।’

‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড ২০২৪’ পেয়েছেন সুমাইয়া আক্তার তামিমা, কামরুন নাহার, সাদিয়া আক্তার, ইফাত ফারজানা, মারজান আক্তার, সানজিদা জাহান, সিরাজুম মুনীরা, জান্নাতুল ফেরদাউস, রুমি আক্তার, ফাহিমা আক্তার, বিউটি আক্তার, আয়েশা জাহান সাথি, মোসা. মর্জিনা বানু, আফরোজা আফরিন, নাসরিন আক্তার, আসফিয়া খাতুন, মাহমুদা সুলতানা, মারিয়াম আক্তার, মর্জিনা আক্তার, মোসা. নাইমা আক্তার, জেসমিন আক্তার, ইফফাতুদ্দুহা জুঁই, নূরজাহান বেগম, আয়েশা সাইদ ও শারমিন বেগম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফজলুল হক মহিলা কলেজের ইসলামিক স্টাডিস বিভাগের প্রভাষক মনজুর সিদ্দিকী, দারুননাজাত একাডেমির বাংলা প্রভাষক শাকিল আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

দারুনননাজাত একাডেমি ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড ২০২৪’ পেলেন ২৫ মা

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০২:১৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

দারুনননাজাত একাডেমি ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড ২০২৪’ পেলেন ২৫ মা। সন্তানের রেজাল্ট, কো-কারিকুলার অ্যাক্টিভিটিসসহ বাৎসরিক সার্বিক সফলতার ওপর ভিত্তি করে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শনিবার সকালে দারুনননাজাত একাডেমি অডিটরিয়ামে ২৫ জন মায়ের হাতে অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়।

‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠানে একাডেমির সিইও নাজমুল ইসলাম বলেন, ‘দারুনননাজাত একাডেমি ক্ষুদ্র পরিসরে রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড প্রদান করেছে। মায়ের অবদান কখনো ক্ষুদ্র নয়। ক্ষুদে শিক্ষার্থীরা একদিন এই জাতির পথপ্রদর্শক হবে। পৃথিবীর অমূল্য সম্পদ হবে। একজন সন্তান অমূল্য সম্পদ হয়ে ওঠে তার মায়ের অপরিসীম ত্যাগ, সীমাহীন কষ্ট ও দিনের পর দিন সন্তানকে মানুষ করার আপ্রাণ প্রয়াস থেকে। কোনো সন্তানই মায়ের অবদান অস্বীকার করতে পারে না।’

তিনি বলেন, ‘সন্তানকে মানুষের মতো মানুষ করতে হলে মা-কে সবচে বেশি পরিশ্রম করতে হয়। মায়ের সকল কিছু অনুসরণ করে সন্তান। তাই মাকে প্রথমে আদর্শবান হতে হয়। একজন আদর্শ মা-ই হতে পারেন আদর্শ জাতি গঠনের অনুপ্রেরণা। একজন সচেতন ও চরিত্রবান মায়ের উপস্থিতি সন্তানের জীবনে পূর্ণতা আনে। আদর্শ মা-ই পারেন সন্তানের সুপ্ত মনোবৃত্তির বিকাশ ঘটিয়ে একটি কলহমুক্ত পরিবার, অপরাধবিহীন সমাজ এবং দুর্নীতিমুক্ত আদর্শ জাতি উপহার দিতে।’

দারুনননাজাত একাডেমির অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক বলেন, ‘মায়ের অবদান সম্পর্কে কুরআন, হাদিসসহ বহু গ্রন্থে বহু আলোচনা এসছে। মনিষী, বিজ্ঞানী ও সফল ব্যক্তির জীবনী পড়লে দেখা যায়, একজন সাধারণ মানুষ থেকে অসাধারণ হয়ে ওঠা, মনিষী হয়ে ওঠা, সফল হয়ে ওঠার পেছনে সবচেয়ে বেশি আবদান রাখা ব্যক্তিই হলেন মা। মায়ের অবদান চিরকালই অসামান্য। আমরা এই অ্যাওয়ার্ডের মাধ্যমে মায়েদের সম্মান দেখিয়েছি। আমাদের এই ছোট স্বীকৃতি একদিন বড় হবে। এই সামন্য স্বীকৃতির ছোঁয়ায় যদি একজন মা সামান্য অনুপ্ররেণা পান, তার সন্তান গঠনে সঠিক দিক-নির্দেশনা পান; সেটাই আমাদের জন্য খুশির বার্তা।’

‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড ২০২৪’ বিজয়ী সিরাজুম মুনীরা বলেন, ‘আলহামদুলিল্লাহ! আমি ভাষা হারিয়ে ফেলেছি। কী বলবো! শুধুই কান্না পাচ্ছে। দোয়া করি, আল্লাহ দারুননাজাত একাডেমিকে কবুল করুন। আমাদের সবাইকে কবুল করুন।’

আরেক বিজয়ী জেসমিন আক্তার বলেন, ‘দারুননাজাত একাডেমি মাত্র এক বছরে শিক্ষায় যে অসামন্য কাজ করেছে তা বিরল। একাডেমি এগিয়ে যাক দুর্বার গতিতে। একাডেমি তার সফলতা ধরে রাখলে অচিরেই দেশ ও জাতির সম্পদ হয়ে উঠবে। আমি আমার সন্তানের সার্বিক উন্নয়নে গর্বিত।’

‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড ২০২৪’ পেয়েছেন সুমাইয়া আক্তার তামিমা, কামরুন নাহার, সাদিয়া আক্তার, ইফাত ফারজানা, মারজান আক্তার, সানজিদা জাহান, সিরাজুম মুনীরা, জান্নাতুল ফেরদাউস, রুমি আক্তার, ফাহিমা আক্তার, বিউটি আক্তার, আয়েশা জাহান সাথি, মোসা. মর্জিনা বানু, আফরোজা আফরিন, নাসরিন আক্তার, আসফিয়া খাতুন, মাহমুদা সুলতানা, মারিয়াম আক্তার, মর্জিনা আক্তার, মোসা. নাইমা আক্তার, জেসমিন আক্তার, ইফফাতুদ্দুহা জুঁই, নূরজাহান বেগম, আয়েশা সাইদ ও শারমিন বেগম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফজলুল হক মহিলা কলেজের ইসলামিক স্টাডিস বিভাগের প্রভাষক মনজুর সিদ্দিকী, দারুননাজাত একাডেমির বাংলা প্রভাষক শাকিল আহমেদ প্রমুখ।