আদালতের নির্দেশ
দাফনের ২২ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন

- Update Time : ০৬:০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ১৪৬ Time View
আদালতের নির্দেশে দাফনের ২২ দিন পর সাভার পৌর এলাকার একটি কবরস্থান থেকে জামাল হোসেন নামের এক ব্যবসায়ীর মরদেহ উত্তোলন করা হয়েছে।
রোববার (৮ অক্টোবর) সকালে সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূরের উপস্থিতিতে কবর থেকে মরদেহটি তোলা হয়।
পুলিশ জানায়, গত ১৬ সেপ্টেম্বর রাতে ওই ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হলে পুলিশকে না জানিয়ে দাফন করা হয়। পরে পরিবার থেকে অভিযোগ করা হয়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা হলে আদালত মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। উত্তোলনের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাভার মডেল থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল্লাহ বিশ্বাস বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিততে মরদেহ উত্তোলন করা হয়। এটি ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর কারণ জানা যাবে।