দাউদ ইব্রাহিমের মাদকচক্রে নাম জড়াল শ্রদ্ধা ও নোরার
- Update Time : ১২:৩৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / ২৪ Time View
বলিউড মানেই গ্ল্যামার ওয়ার্ল্ড। তবে চাকচিক্যের আড়ালে এই জগতে যে কালিও কম নেই তা প্রায় সকলেই জানেন। তলে তলে আন্ডার ওয়ার্ল্ডের ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগ রয়েছে বলিউডের, এ কথা বহুবার শোনা গেছে। এবার কুখ্যাত গ্যাংস্টারের মাদকচক্রে নাম জড়াল বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহি।
সম্প্রতি মুম্বাই পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রক দপ্তর একটি তল্লাশি অভিযান চালায় সেই তদন্তে উঠে আসে মাদক পাচারকারী সেলিম ডোলার নাম। পুরো অপারেশনটি পরিচালিত হতো দুবাই থেকে যার নেতৃত্ব দিতেন সালিম। গেল আগস্টে তার ছেলে তাহের দোলাকে সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে আনা হয়। সেলিমের পুত্র তাহিরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশের জেরার মুখে মাদকচক্রের সঙ্গে শ্রদ্ধা কপূর, নোরা ফতেহিসহ একাধিক বলিউড তারকার নামে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তাহির। প্রায় ২৫২ কোটি টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।তাহির তদন্ত কর্মকর্তাদের জানিয়েছেন, ভারতে এবং বিভিন্ন জায়গায় মাদক পার্টির আয়োজন করেন দাউদ ইব্রাহিম। সেখানে উপস্থিত থাকেন শ্রদ্ধা, নোরার মতো জনপ্রিয় তারকারা। তবে এই চক্রের সঙ্গে শ্রদ্ধা একা নন, জানা গেছে, তাঁর দাদা সিদ্ধার্থ কপূরও এই পার্টিতে নিয়মিত যাতায়াত করতেন। বছরখানেক আগে মাদককাণ্ডে গ্রেফতার হয়েছিল শ্রদ্ধার দাদা। পরে অবশ্য উপযুক্ত প্রমাণের অভাবে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এই চক্রে নাম জড়িয়েছে ওরি-রও।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই অভিযোগের ভিত্তিতে শ্রদ্ধা, নোরা ও অন্যদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
এদিকে অভিযোগটি সামনে আসতেই প্রতিক্রিয়া জানান বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। ইনস্টাগ্রাম স্টোরিতে দেয়া এক বার্তায় তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন। নোরা লিখেছেন, ‘সহজ লক্ষ্যবস্তু’ বানানো হচ্ছে। এমন ভিত্তিহীন অভিযোগে তিনি ক্ষুব্ধ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































