ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

- Update Time : ০৫:৩০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / ৩৮১ Time View
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এই রোডম্যাপ ঘোষণা করেন।
এ সময় তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২৪টি পরিকল্পনা নেয়া হয়েছে। রোজার আগেই নির্বাচন হবে তাই ভোটের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।
আখতার আহমেদ বলেন, আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হবে। যা চলবে অক্টোবর পর্যন্ত। এছাড়া নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এবার ভোটদানের সুযোগ পাবেন প্রবাসীরা।
ইসির জ্যেষ্ঠ এই সচিব বলেন, আইনশৃঙ্খলা বিষয়ক কার্যক্রমের বিষয়গুলো আমরা নির্বাচনের তফসিল ঘোষণার ১৫ দিন আগেই সম্পন্ন করার চেষ্টা করবো এবং নির্বাচনের দুই সপ্তাহ আগেই আমরা কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকগুলো শেষ করবো।
রাজনৈতিক দল নিবন্ধনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মধ্য সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক দলের প্রাথমিক নিবন্ধন ও ৩০ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।
ইসির কর্মপরিকল্পনাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে অংশীজনের সংলাপ, ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনী আইনবিধি সংস্কার, দল নিবন্ধন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, ভোটকেন্দ্র স্থাপন, পোস্টাল ভোটিং, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, দেশি-বিদেশি সাংবাদিক অনুমোদন, নির্বাচনের জন্য জনবল ও প্রশাসনিক ব্যবস্থা, নির্বাচনী দ্রব্যাদি সংগ্রহ, আইনশৃঙ্খলাবিষয়ক কার্যক্রম, অন্যান্য আইনবিধি সংস্কার একীভূতকরণ, ম্যানুয়েল নির্দেশিকা পোস্টার পরিচয়পত্র মুদ্রণ, প্রশিক্ষকদের প্রশিক্ষণ, স্বচ্ছ ব্যালট বাক্স উপযোগীকরণ, নির্বাচনী বাজেট বরাদ্দ, প্রচারণা ও উদ্বুদ্ধকরণ, টেলিযোগাযোগব্যবস্থা সুসংহতকরণ, ডিজিটাল মনিটর স্থাপন ও যন্ত্রপাতি সংযোজন, বেসরকারি প্রাথমিক ফলাফল প্রচার, ফলাফল প্রদর্শন, প্রকাশ ও প্রচার (বিভিন্ন মাধ্যমে) ইত্যাদি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়