ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ ইসির

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:১৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ১১৫ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। দাবি-আপত্তি শেষে আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নতুনভাবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা না হলেও ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিয়েছে ইসি।

ইসি জানিয়েছে, যেসব ভোটার ঠিকানা পরিবর্তনের কারণে স্থানান্তর হতে চান, তাদের ১০ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। রেজিস্ট্রেশন কর্মকর্তাদের ১৭ নভেম্বরের মধ্যে এসব আবেদন অনুমোদন বা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে গতকাল মঙ্গলবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত চিঠি সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, ভোটার তালিকা চূড়ান্ত করার আগে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ ও নিষ্পত্তির জন্য বিস্তারিত সময়সূচি অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

ইসি কর্মকর্তারা জানান, ভোটার এলাকা পরিবর্তন করতে হলে নির্ধারিত ১৩ নম্বর ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে।

এদিকে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের আবেদন ৬ নভেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে ইসি। গতকাল মঙ্গলবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খানের স্বাক্ষরিত নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ৩১ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা যে সব আবেদন দাখিল করেছেন, সেগুলোর তদন্ত প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। আবেদনপত্রে প্রয়োজনীয় দলিল না থাকলে তা উল্লেখ করে পরবর্তীতে ডকুমেন্ট সংযুক্ত হলে তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে।

নির্বাচন কমিশন ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা করে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে।

Please Share This Post in Your Social Media

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ ইসির

নিজস্ব প্রতিবেদক
Update Time : ১০:১৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। দাবি-আপত্তি শেষে আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নতুনভাবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা না হলেও ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিয়েছে ইসি।

ইসি জানিয়েছে, যেসব ভোটার ঠিকানা পরিবর্তনের কারণে স্থানান্তর হতে চান, তাদের ১০ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। রেজিস্ট্রেশন কর্মকর্তাদের ১৭ নভেম্বরের মধ্যে এসব আবেদন অনুমোদন বা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে গতকাল মঙ্গলবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত চিঠি সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, ভোটার তালিকা চূড়ান্ত করার আগে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ ও নিষ্পত্তির জন্য বিস্তারিত সময়সূচি অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

ইসি কর্মকর্তারা জানান, ভোটার এলাকা পরিবর্তন করতে হলে নির্ধারিত ১৩ নম্বর ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে।

এদিকে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের আবেদন ৬ নভেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে ইসি। গতকাল মঙ্গলবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খানের স্বাক্ষরিত নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ৩১ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা যে সব আবেদন দাখিল করেছেন, সেগুলোর তদন্ত প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। আবেদনপত্রে প্রয়োজনীয় দলিল না থাকলে তা উল্লেখ করে পরবর্তীতে ডকুমেন্ট সংযুক্ত হলে তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে।

নির্বাচন কমিশন ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা করে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে।