ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  • Update Time : ০৬:০৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ১৮ Time View

বুধবার (২৬ নভেম্বর) উপজেলার ঈদগাহ মাঠ সংলগ্ন রাবার বাগানে প্রদর্শন মেলার আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা। বুধবার (২৬ নভেম্বর) উপজেলার ঈদগাহ মাঠ সংলগ্ন রাবার বাগানে প্রদর্শন মেলার আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। অনুষ্ঠানের শুরুতে র‌্যালি বের করা হয়।

প্রদর্শনী মেলার অনুষ্ঠানে প্রাণিসম্পদ অফিসার ডা.নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম আকাশ, কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, আইসিটি অফিসার নবিউল করিম সরকার, মডেল থানার এসআই আব্দুল মালেক প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ মেলায় অংশ নেয়া বিভিন্ন উদ্যোক্তা।

বক্তারা বলেন, এ ধরণের প্রদর্শনীর মাধ্যমে নতুন নতুন খামারি উদ্যোক্তা তৈরি হচ্ছে। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। এ জন্য খামারীদের উন্নয়নে প্রাণি সম্পদ কার্যালয়ের কর্মকর্তাদের নজর দিতে হবে। খামারী প্রণোদনা দিতে হবে প্রকৃত খামারীদের। পাশাপাশি খামারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করাসহ প্রাণি সম্পদ দপ্তরগুলোতে জনবল বাড়াতে হবে। এ সময় কয়েকজন নারী উদ্যোক্তা তাদের সাফল্যচিত্র বক্তব্যে তুলে ধরেন।

প্রদর্শনী মেলায় স্থান পেয়েছে ৩০টি ষ্টল। এসব স্টলে গরু, মহিষ, বিভিন্ন প্রজাতির ছাগল, খরগোস, ভেড়া, হাঁস, মুরগী, সৌখিন পাখি। বিকেলে প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরিতে খামারীদের সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

তেঁতুলিয়ায় প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
Update Time : ০৬:০৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা। বুধবার (২৬ নভেম্বর) উপজেলার ঈদগাহ মাঠ সংলগ্ন রাবার বাগানে প্রদর্শন মেলার আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। অনুষ্ঠানের শুরুতে র‌্যালি বের করা হয়।

প্রদর্শনী মেলার অনুষ্ঠানে প্রাণিসম্পদ অফিসার ডা.নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম আকাশ, কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, আইসিটি অফিসার নবিউল করিম সরকার, মডেল থানার এসআই আব্দুল মালেক প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ মেলায় অংশ নেয়া বিভিন্ন উদ্যোক্তা।

বক্তারা বলেন, এ ধরণের প্রদর্শনীর মাধ্যমে নতুন নতুন খামারি উদ্যোক্তা তৈরি হচ্ছে। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। এ জন্য খামারীদের উন্নয়নে প্রাণি সম্পদ কার্যালয়ের কর্মকর্তাদের নজর দিতে হবে। খামারী প্রণোদনা দিতে হবে প্রকৃত খামারীদের। পাশাপাশি খামারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করাসহ প্রাণি সম্পদ দপ্তরগুলোতে জনবল বাড়াতে হবে। এ সময় কয়েকজন নারী উদ্যোক্তা তাদের সাফল্যচিত্র বক্তব্যে তুলে ধরেন।

প্রদর্শনী মেলায় স্থান পেয়েছে ৩০টি ষ্টল। এসব স্টলে গরু, মহিষ, বিভিন্ন প্রজাতির ছাগল, খরগোস, ভেড়া, হাঁস, মুরগী, সৌখিন পাখি। বিকেলে প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরিতে খামারীদের সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।