তৃণমূল পর্যায়ে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা
শাহিন ইসলামের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা

- Update Time : ০৯:৩৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৫ Time View
নীলফামারী কিশোরগঞ্জে এক শিক্ষার্থীর উদ্যোগে প্রত্যন্ত গ্ৰামের ৩৫০ জন দরিদ্র মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
দক্ষিণ দুরাকুটি একরামিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্প সম্প্রতি অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্পে ব্লাড গ্রুপিং এন্ড আর এইচ টাইপিং পরীক্ষা , ব্লাড সুগার পরীক্ষা , ব্লাড প্রেসার মাপা, পালস রেট ,অক্সিজেন স্যাচূরেশন, টেমপেরাচার পরিমাপ, বি এম আই, পলিপাসসহ বিভিন্ন ধরনের রোগের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ক্যাম্পে উপস্থিত ছিলেন ডি এম এফ (ঢাকা) এম সি এইচ (ঢাকা) রিপন ইসলাম, বি এন এম সি (ঢাকা)সিপি (RCPI) সোহাগ ইসলাম, বি এন এম সি (ঢাকা) এম সি এইচ (ঢাকা) সিপি (RCPI)গোলাম রব্বানী প্রমুখ।
এ ফ্রি চিকিৎসার উদ্যোগ নেন এম সি এইচ (ঢাকা) ডিএমএ,বগুড়ার কোর্স সম্পন্ন ও রংপুর কমিউনিটি প্যারামেডিকেল ইন্সটিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার শাহিন। তিনি ব্যক্তিগত উদ্যোগ তৃণমূল পর্যায়ে দরিদ্রদের মান সম্মত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করে।
শিক্ষার্থী শাহীন ইসলাম জানান, “নিজ গ্রামে প্রথমবার আমরা এ ধরনের ফ্রি হেলথ ক্যাম্প আয়োজন করেছি। ভবিষ্যতে আরও বেশি রোগীর চিকিৎসা সেবা দেয়া হবে।
চিকিৎসাসেবা পেয়ে খুশি বিভিন্ন এলাকা থেকে আগত সেবাগ্রহণকারী দরিদ্র রোগীরা।