তুরস্কের প্রেসিডেন্টকে ‘ভাই’ ডেকে কৃতজ্ঞতা জানাল পাকিস্তান

- Update Time : ০১:৪৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- / ৮ Time View
পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর সহমর্মিতা ও সমর্থনের জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ‘ভাই’ সম্বোধন করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাক-প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে শেহবাজ শরিফ বলেন, ‘পাকিস্তানের জন্য একটি সংকটময় সময়ে তুরস্কের সহোদরদের দোয়া ও প্রেসিডেন্ট এরদোয়ানের সংহতি ও সমর্থনের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ’।
তিনি আরও বলেন, ‘আমি তুর্কি প্রেসিডেন্টকে আমাদের সশস্ত্র বাহিনীর বীরত্বপূর্ণ প্রচেষ্টার বিষয়ে অবহিত করেছি, যারা শত্রুকে সাহসিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে প্রতিহত করেছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা যে কোনো মূল্যে রক্ষা করব।’
পাশাপাশি তিনি জানান, দক্ষিণ এশিয়ায় উত্তেজনা প্রশমনে ও শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের উদ্যোগকেও পাকিস্তান অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে।
বুধবার এক ফোনালাপে তিনি এরদোয়ানকে ধন্যবাদ জানান এবং পাকিস্তান সেনাবাহিনীর পেশাদার ও দ্রুত প্রতিক্রিয়া সম্পর্কে অবহিত করেন। শাহবাজ বলেন, ‘এই নৃশংস হামলার শিকারদের জন্য তুরস্কের প্রার্থনা ও সহমর্মিতা আমাদের সাহস জুগিয়েছে।’
তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় কখনও পিছপা হবে না।
এ ছাড়া, শেহবাজ শরীফ দক্ষিণ এশিয়ায় উত্তেজনা হ্রাস ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টাকেও সাধুবাদ জানান।
এর আগে পাকিস্তানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডারের সঙ্গে সাক্ষাতে এই সমর্থন ব্যক্ত করেন। খবর জিও নিউজের।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আঞ্চলিক উত্তেজনার মধ্যে তুর্কি রাষ্ট্রদূত পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় তাদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকত আলী খান জানান, উভয় পক্ষই আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেছে এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে।
রাষ্ট্রদূত ভারতের হামলার নিন্দা জানান এবং নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।