তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বাসদের স্মারকলিপি পেশ

- Update Time : ০৮:০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- / ৯ Time View
তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, তিস্তা সুরক্ষা ও মরুকরণের হাত থেকে উত্তরবঙ্গকে রক্ষার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ রাজশাহী ও রংপুর বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার( ১০ এপ্রিল ) সকালে স্থানীয় শাপলা চত্বরে সমাবেশ করে ।
সমাবেশ শেষে লাল পতাকা মিছিলসহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষীনের মাধ্যমে ডিসি অফিসে গিয়ে মিছিল সমাপ্তি করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
রংপুর জেলা বাসদের আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা আহবায়ক জয়নাল আবেদিন মুকুল, গাইবান্ধা জেলা আহবায়ক গোলাম রব্বানী, কুড়িগ্রাম জেলা আহবায়ক ফুলবর রহমান,রংপুর জেলা সদস্য সচিব মমিনুল ইসলাম, ছাত্রনেতা রিনা মুরমু, মিজানুর রহমান প্রমূখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, গত ২ দশক ধরে তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা,নদী সুরক্ষা,দখল-দূষণের বিরুদ্ধে বাসদ আন্দোলন করছে। বাংলাদেশ পানি ও পলির দেশ, অথচ উজানের দেশ ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলে নদীগুলো আজ শুষ্ক মৌসুমে পানিশুন্যতায় ভুগছে। নদীর পানি প্রবাহ শুকিয়ে যাওয়ায় ভুগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে। দেশের প্রকৃতি, মানুষের জীবন, মৎস্য সম্পদ, নৌ পরিবহন সবই আজ হুমকির মুখে।
নেতৃবৃন্দ আরও বলেন, দেশের শস্য ভান্ডার বলে পরিচিত উত্তরবঙ্গ আজ মরুভূমি হতে চলেছে। তিস্তার উজানে গজলডোবায় বাধ দিয়ে এবং বহু খাল খনন করে পানি সরিয়ে নেয়ার ফলে তিস্তা নদী যেমন নাব্যতা হারিয়েছে। এই অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও প্রকৃতি আজ মারাত্মক হুমকির মুখে। বাসদসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন দাবি জানালেও বিগত দিনে কোন সরকারই আন্তর্জাতিক ফোরামে নদীর পানির হিস্যার দাবি তুলেনি এবং আন্তর্জাতিক কনভেনশনেও স্বাক্ষর করেনি।
বক্তারা,জুলাই অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের নিকট তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা আদায়,ও প্রাণপ্রকৃতি রক্ষায় জাতীয় ও আন্তর্জাতিক ফোরামে কার্যকর ভুমিকা রাখার জোর দাবি করেন।একই সাথে উত্তরবঙ্গের অন্যতম নদী তিস্তার ভাঙ্গনরোধ ও তিস্তা নদী সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জোড় জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়