তিন বছর পর শান্তি আলোচনা শুরু করেছে রাশিয়া ও ইউক্রেন

- Update Time : ১০:৩০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / ৪ Time View
দীর্ঘ তিন বছর পর সরাসরি শান্তি আলোচনা শুরু করেছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। ২০২২ সালের এপ্রিলের পর শুক্রবার (১৬ মে) তুরস্কের ইস্তাম্বুলে প্রথমবার এই আলোচনা হচ্ছে।
রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন অনুসারে, চলমান সংঘাতের কূটনৈতিক সমাধানের জন্য আন্তর্জাতিক আহ্বানের পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংলাপ পুনরায় শুরুর আগ্রহ দেখানোর প্রেক্ষিতে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, আলোচনাটি গতকাল বৃহস্পতিবার হওয়ার কথা ছিল। ক্রেমলিনের প্রতিনিধিদল সারাদিন ধরে কিয়েভের প্রতিনিধিদের আগমনের জন্য অপেক্ষা করছিল। ইউক্রেনের নেতা ভ্লাদিমির জেলেনস্কি সন্ধ্যায় তার প্রতিনিধিদলের নাম ঘোষণা করেন। প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভের নেতৃত্বে ১২ জন প্রতিনিধি আছেন বলে আশা করা হচ্ছে।
এর আগে গত রোববার পুতিন বলেছিলেন, কেবল আলোচনাই এক ধরণের নতুন যুদ্ধবিরতি তৈরি করতে পারে। আমরা ইউক্রেনের সাথে গুরুতর আলোচনার জন্য প্রস্তুত। এর লক্ষ্য হলো সংঘাতের মূল কারণগুলো দূর করা এবং ঐতিহাসিক দৃষ্টিকোণের জন্য দীর্ঘমেয়াদী স্থায়ী শান্তি অর্জন করা।
এই প্রস্তাবের প্রতি কিয়েভ এবং তার সমর্থকদের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা এখনো জোর দিয়ে বলে আসছে, যে কোনো আলোচনার আগে কমপক্ষে ৩০ দিনের যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হবে। তবে পুতিনের প্রস্তাবকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থন করেছেন, যিনি কিয়েভকে ‘অবিলম্বে’ এটি গ্রহণ করার আহ্বান জানিয়েছেন।
ট্রাম্পের মন্তব্যের পর কিয়েভ আপাতদৃষ্টিতে তার অবস্থান পরিবর্তন করে এবং জেলেনস্কি যুদ্ধবিরতির দাবি পুনর্ব্যক্ত করে বৈঠকে অংশগ্রহণের জন্য তার প্রস্তুতি ঘোষণা করেন।