ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
জবির বিশেষ বৃত্তি

তিন দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি আস-সুন্নাহ হলের শিক্ষার্থীদের ‎

জবি প্রতিনিধি
  • Update Time : ০৭:১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ৯ Time View

বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা।

বিশেষ বৃত্তি নীতিমালায় সংযোজিত অযৌক্তিক শর্ত সংশোধন ও পুনর্বিন্যাসের দাবিসহ তিন দফা দাবি জানিয়েছেন আস-সুন্নাহ’র মেধাবী প্রকল্পের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। একই সাথে আগামী সোমবার ভিসি ভবন ঘেরাও কর্মসূচি দিয়েছেন তারা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে এই হুঁশিয়ারি দেন ইসলামী স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বখতিয়ার ইসলাম।

‎লিখিত বক্তব্যে তিনি বলেন,‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত আবাসন বৃত্তি নীতিমালায় বেশ কয়েকটি অযৌক্তিক শর্ত যুক্ত করা হয়েছে। শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং সমান সুযোগ-সুবিধার লক্ষ্য নিয়ে প্রণীত নীতিমালায় এসব শর্ত আর্থসামাজিক বাস্তবতা, শিক্ষার সমান অধিকারের নীতি এবং বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তিমূলক চর্চার সঙ্গে সাংঘর্ষিক।’

‎তিনি আরও বলেন, ‘১০ ডিসেম্বর আমরা প্রতিবাদ সমাবেশ করি এবং ভিসির কাছে স্মারকলিপি প্রদান করি। কিন্তু তাঁর কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাইনি। এরপর আমরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিই। এর মধ্যে নীতিমালা সংশোধন না হলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব—সেটাও জানিয়ে দিই। প্রশাসনকে তার দায়িত্ব স্মরণ করিয়ে দিতেই আজকের এই সংবাদ সম্মেলন।’

‎যমুনার ঘটনার পুনরাবৃত্তি চাই না উল্লেখ করে বখতিয়ার ইসলাম আরও বলেন, ‘আমাদের সাথে টালবাহানা করা হলে যেভাবে আমরা যমুনাকে বাসভবনে পরিণত করেছিলাম, প্রয়োজনে ভিসি ভবনকেও সেভাবে আমাদের বাসভবনে পরিণত করতে বাধ্য হব।’

তাদের দাবিগুলো হলো- আস সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত মেধাবী প্রজেক্টে অবস্থানরত শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীর মতো আবাসন বৃত্তি নীতিমালায় অন্তর্ভুক্ত করা; আবাসন বৃত্তিকে মেধাভিত্তিক’ না করে ‘প্রয়োজনভিত্তিক’ রাখার লক্ষ্যে সিলেকশন মানদণ্ডে আরোপিত ৭০ শতাংশ উপস্থিতি ও সিজিপিএ-নির্ভর শর্ত বাতিল করা; রি-অ্যাডমিশন সংক্রন্ত শর্ত সম্পূর্ণরূপে বাতিল করা।

‎এর আগে বুধবার বিশেষ শিক্ষার্থীদের জন্য আসসুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মেধাবী প্রকল্পের সকল শিক্ষার্থীদের আবাসন বৃত্তি থেকে বঞ্চিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করে আসসুন্নাহ মেধাবী প্রকল্পের শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

জবির বিশেষ বৃত্তি

তিন দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি আস-সুন্নাহ হলের শিক্ষার্থীদের ‎

জবি প্রতিনিধি
Update Time : ০৭:১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

বিশেষ বৃত্তি নীতিমালায় সংযোজিত অযৌক্তিক শর্ত সংশোধন ও পুনর্বিন্যাসের দাবিসহ তিন দফা দাবি জানিয়েছেন আস-সুন্নাহ’র মেধাবী প্রকল্পের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। একই সাথে আগামী সোমবার ভিসি ভবন ঘেরাও কর্মসূচি দিয়েছেন তারা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে এই হুঁশিয়ারি দেন ইসলামী স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বখতিয়ার ইসলাম।

‎লিখিত বক্তব্যে তিনি বলেন,‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত আবাসন বৃত্তি নীতিমালায় বেশ কয়েকটি অযৌক্তিক শর্ত যুক্ত করা হয়েছে। শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং সমান সুযোগ-সুবিধার লক্ষ্য নিয়ে প্রণীত নীতিমালায় এসব শর্ত আর্থসামাজিক বাস্তবতা, শিক্ষার সমান অধিকারের নীতি এবং বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তিমূলক চর্চার সঙ্গে সাংঘর্ষিক।’

‎তিনি আরও বলেন, ‘১০ ডিসেম্বর আমরা প্রতিবাদ সমাবেশ করি এবং ভিসির কাছে স্মারকলিপি প্রদান করি। কিন্তু তাঁর কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাইনি। এরপর আমরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিই। এর মধ্যে নীতিমালা সংশোধন না হলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব—সেটাও জানিয়ে দিই। প্রশাসনকে তার দায়িত্ব স্মরণ করিয়ে দিতেই আজকের এই সংবাদ সম্মেলন।’

‎যমুনার ঘটনার পুনরাবৃত্তি চাই না উল্লেখ করে বখতিয়ার ইসলাম আরও বলেন, ‘আমাদের সাথে টালবাহানা করা হলে যেভাবে আমরা যমুনাকে বাসভবনে পরিণত করেছিলাম, প্রয়োজনে ভিসি ভবনকেও সেভাবে আমাদের বাসভবনে পরিণত করতে বাধ্য হব।’

তাদের দাবিগুলো হলো- আস সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত মেধাবী প্রজেক্টে অবস্থানরত শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীর মতো আবাসন বৃত্তি নীতিমালায় অন্তর্ভুক্ত করা; আবাসন বৃত্তিকে মেধাভিত্তিক’ না করে ‘প্রয়োজনভিত্তিক’ রাখার লক্ষ্যে সিলেকশন মানদণ্ডে আরোপিত ৭০ শতাংশ উপস্থিতি ও সিজিপিএ-নির্ভর শর্ত বাতিল করা; রি-অ্যাডমিশন সংক্রন্ত শর্ত সম্পূর্ণরূপে বাতিল করা।

‎এর আগে বুধবার বিশেষ শিক্ষার্থীদের জন্য আসসুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মেধাবী প্রকল্পের সকল শিক্ষার্থীদের আবাসন বৃত্তি থেকে বঞ্চিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করে আসসুন্নাহ মেধাবী প্রকল্পের শিক্ষার্থীরা।