তিন দশক পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হতে পারে বার্সেলোনার মাঠে
- Update Time : ১২:২৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ১৫৫ Time View
১৯৯৯ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটি কে ভুলতে পারে! অবিস্মরণীয় সেই লড়াইয়ে শেষের মহানাটকীয়তায় বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। অবিশ্বাস্য হলেও সত্যি, এরপর আর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হয়নি অনেক ইতিহাসের স্বাক্ষী এই মাঠে। ৩০ বছর পর আবার ইউরোপ সেরার লড়াইয়ের মঞ্চ হতে পারে বার্সেলোনার এই মাঠ।
সেজন্য অবশ্য এই স্টেডিয়ামকে লড়াইয়ে জিততে হবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের সঙ্গে। ২০২৯ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আয়োজনের লড়াইেয় আছে ঐতিহ্যবাহী এই দুই ক্লাব।
গত বছরের ফাইনাল হয়েছিল ওয়েম্বলিতে। বার্সেলোনার কাম্প নউয়ে আপাতত সংস্কারের কারণে খেলা হচ্ছে না। দফায় দফায় পিছিয়েছে এখানে খেলা ফেরার সময়। ১৯৯৯ সালের সেই ফাইনালে এখানে দর্শক হয়েছিল ৯০ হাজার ২৪৫ জন। এবার সংস্কারের পর এখানে দর্শক ধারণ ক্ষমতা বেড়ে হবে ১ লাখ ৫ হাজার, যা ইউরোপের সবচেয়ে বেশি। ২০২৯ ফাইনাল আয়োজনে জোর সম্ভাবনা থাকবে তাদেরই।
২০২৮ ও ২০২৯ সালের ফাইনাল আয়োজনে আগ্রহীদের তালিকা শুক্রবার প্রকাশ করেছে উয়েফা। নিউ ইয়র্কে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আয়োজন করার যে আলোচনা, সেটি ২০৩০ সালের আগে বাস্তব রূপ পাচ্ছে না নিশ্চিতভাবেই।
আগামী বছরের ফাইনাল হবে হাঙ্গেরির বুদাপেস্টে পুসকাস অ্যারেনায়, ২০২৭ সালের ফাইনালের ভেন্যু আতলেতিকো মাদ্রিদের মাঠ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়



































































































