ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তিনদিনে ১৮০০ শিক্ষার্থীকে স্বাস্থ্যসেবা দিল জবি ছাত্রদল

জবি প্রতিনিধি
  • Update Time : ১১:২৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৬০৯ Time View

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে তিনদিন ব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি সমাপ্ত হয়েছে। তিনদিনে আঠারোশত শতাধিক শিক্ষার্থীকে স্বাস্থ্যসেবা দিয়েছে তারা।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ একাডেমিক ভবনের নিচে এ কর্মসূচির উদ্বোধন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। এসময় তিনি ছাত্রদলের স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসা করে বলেন, ছাত্ররাজনীতির ধারায় পরিবর্তন এসেছে। ছাত্রদের কল্যাণেই ছাত্ররাজনীতি হওয়া উচিত। যা শিক্ষার্থীদের উপকারে আসবে।

কর্মসূচির প্রথম দিনে নারী শিক্ষার্থীদের জন্য গাইনি বিশেষজ্ঞ সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এরপর বুধবার স্কিন বিশেষজ্ঞরা এবং বৃহস্পতিবার মেডিসিন বিশেষজ্ঞরা সেবা প্রদান করেন। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ছাত্রদলের এই স্বাস্থক্যাম্প থেকে সেবা গ্রহণ করেন।
তিন দিনব্যাপী স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচিতে গাইনী বিশেষজ্ঞ হিসেবে ছিলেন- ডা: উম্মে হানি পৃথ্বী ও ডা : ফাইরুজ ফানান্না, চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে ছিলেন ডা: মোরশেদুল ইসলাম সজীব ও ⁠ডা: তানজিনা রহমান, মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে ছিলেন ডা: আব্দুল বারী মামুন, ⁠ডা: কামরুল হাসান মুন্না ও ⁠ডা: সজল আহমেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন ডা: সাব্বির শরিফ শাকিল।

সার্বিক বিষয়ে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, প্রথম দিনে আমরা গাইনি সেবা দিয়েছি। বুধবার স্কিন, বৃহস্পতিবার মেডিসিন বিভাগে সেবা দেওয়া হয়েছে। ছাত্রদল শুধু শিক্ষার্থীদের ডাক্তার দেখানো নয় এর পাশাপাশি বিনামূল্যে ঔষুধ প্রদান করেছে। স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষনীয় ছিল। বিশেষ করে আমাদের ছাত্রী বোনদের জন্য আগামীতে ছাত্রদলের আরও এমন মহৎ উদ্যোগ গ্রহণ করবে। আমাদের কাজ এখানেই শেষ হবেনা, ভবিষ্যতেও চলমান থাকবে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে সবার আগে এগিয়ে থাকে। প্রথমবারের মতো মেডিকেল ক্যাম্প থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। শিক্ষার্থীরা একরকম কার্যক্রম আরও চলমান রাখার আহবান করেছেন, শিক্ষার্থীদের চাহিদা অনুসারে ভবিষ্যতে আমদের মেডিকেল ক্যাম্প চালু থাকবে।

স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দদের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি, মো. শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান, রবিউল আওয়াল, ইয়াকুব শেখ অনিক, নজরুল ইসলাম মামুন, নাহিয়ান বিন অনিক, শাখাওয়াত ইসলাম পরাগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

তিনদিনে ১৮০০ শিক্ষার্থীকে স্বাস্থ্যসেবা দিল জবি ছাত্রদল

জবি প্রতিনিধি
Update Time : ১১:২৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে তিনদিন ব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি সমাপ্ত হয়েছে। তিনদিনে আঠারোশত শতাধিক শিক্ষার্থীকে স্বাস্থ্যসেবা দিয়েছে তারা।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ একাডেমিক ভবনের নিচে এ কর্মসূচির উদ্বোধন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। এসময় তিনি ছাত্রদলের স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসা করে বলেন, ছাত্ররাজনীতির ধারায় পরিবর্তন এসেছে। ছাত্রদের কল্যাণেই ছাত্ররাজনীতি হওয়া উচিত। যা শিক্ষার্থীদের উপকারে আসবে।

কর্মসূচির প্রথম দিনে নারী শিক্ষার্থীদের জন্য গাইনি বিশেষজ্ঞ সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এরপর বুধবার স্কিন বিশেষজ্ঞরা এবং বৃহস্পতিবার মেডিসিন বিশেষজ্ঞরা সেবা প্রদান করেন। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ছাত্রদলের এই স্বাস্থক্যাম্প থেকে সেবা গ্রহণ করেন।
তিন দিনব্যাপী স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচিতে গাইনী বিশেষজ্ঞ হিসেবে ছিলেন- ডা: উম্মে হানি পৃথ্বী ও ডা : ফাইরুজ ফানান্না, চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে ছিলেন ডা: মোরশেদুল ইসলাম সজীব ও ⁠ডা: তানজিনা রহমান, মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে ছিলেন ডা: আব্দুল বারী মামুন, ⁠ডা: কামরুল হাসান মুন্না ও ⁠ডা: সজল আহমেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন ডা: সাব্বির শরিফ শাকিল।

সার্বিক বিষয়ে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, প্রথম দিনে আমরা গাইনি সেবা দিয়েছি। বুধবার স্কিন, বৃহস্পতিবার মেডিসিন বিভাগে সেবা দেওয়া হয়েছে। ছাত্রদল শুধু শিক্ষার্থীদের ডাক্তার দেখানো নয় এর পাশাপাশি বিনামূল্যে ঔষুধ প্রদান করেছে। স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষনীয় ছিল। বিশেষ করে আমাদের ছাত্রী বোনদের জন্য আগামীতে ছাত্রদলের আরও এমন মহৎ উদ্যোগ গ্রহণ করবে। আমাদের কাজ এখানেই শেষ হবেনা, ভবিষ্যতেও চলমান থাকবে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে সবার আগে এগিয়ে থাকে। প্রথমবারের মতো মেডিকেল ক্যাম্প থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। শিক্ষার্থীরা একরকম কার্যক্রম আরও চলমান রাখার আহবান করেছেন, শিক্ষার্থীদের চাহিদা অনুসারে ভবিষ্যতে আমদের মেডিকেল ক্যাম্প চালু থাকবে।

স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দদের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি, মো. শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান, রবিউল আওয়াল, ইয়াকুব শেখ অনিক, নজরুল ইসলাম মামুন, নাহিয়ান বিন অনিক, শাখাওয়াত ইসলাম পরাগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।