ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

রাজনীতি ডেস্ক
  • Update Time : ০২:২১:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / ৯৪২ Time View

ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক চলছে। বৈঠক ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করছেন তিনি।

সোমবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বসেছে এ বৈঠক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে উপস্থিত আছেন।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, বৈঠকের পর বিকেল ৩টায় সংবাদ সম্মেলন জানানো হবে বিস্তারিত।

এদিকে বিভাগ ওয়ারি সাংগঠনিক সম্পাদকদেরও দুপুরেই গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

একাধিক স্থায়ী কমিটির সদস্যের সাথে আলাপ করে জানা গেছে, তারেক রহমান দলের ওয়েব সাইটে গতকাল গুলশানের একটি হোটেলে প্রবাসী নেতা-কর্মীদের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণ এবং দলের ওয়েবসাইটে অনলাইনে ‘শিগগিরই একক তালিকা প্রকাশ করা হবে’ বলে ঘোষণা দিয়েছেন।

তারেক রহমান বলেছেন, শিগগিরই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থীদের নাম আমরা জানিয়ে দেয়া হবে দলের পক্ষ থেকে। দল যাকে যে আসনে নমিনেশন দেবে বা দেয় অনুগ্রহপূর্বক তাকে বিজয়ী করে আনার জন্য ঐক্যবদ্ধভাবে প্রত্যেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ দয়া করে কাজ করবেন।

তিনি বলেন, মনে রাখবেন আপনাদের চারপাশে সুপ্ত আকাঙ্খা নিয়ে গুপ্ত স্বৈরাচার কিন্তু ওত পেতে রয়েছে। সুতরাং আপনাদের নিজেদের মধ্যে রেষারেষি, বিবাদ, বিরোধ এমন পর্যায়ে নেওয়া ঠিক হবে না, যাতে করে প্রতিপক্ষ আপনাদের মধ্যকার বিরোধের সুযোগ নিতে পারে।

দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য আরও জানান, বৈঠকে আসন্ন নির্বাচনে দল ও জোটগতভাবে একক প্রার্থী চূড়ান্তকরণের বিষয়টি থাকবে।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা সশরীরেই আছেন।

গত দুই সাপ্তাহ ধরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিভিন্ন বিভাগের প্রার্থীদের ডেকে কথা বলেছেন তারেক রহমান এবং সকল প্রার্থীকে একটি বার্তা দেয়া হয়েছে যে, দল সব কিছু বিবেচনা করে যে প্রার্থীকে ধানের শীষের প্রতীকের জন্য মনোনীত করবেন তার পক্ষে কাজ করতে হবে।

জানা গেছে, প্রথম দফায় প্রায় দুই‘শ আসনের প্রার্থী তালিকা দেয়া হতে পারে। তিন সাপ্তাহ আগে দলের স্থায়ী কমিটির সদস্য সালেহ উদ্দিন আহমদ সাংবাদিকদের বলেছিলেন, নভেম্বরের প্রথম দিকে প্রায় দুই‘শ আসনে প্রার্থী তালিকা দল থেকে প্রকাশ করা হবে। সকল প্রার্থীকে দলের মনোনীত প্রার্থীর হয়ে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

রাজনীতি ডেস্ক
Update Time : ০২:২১:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক চলছে। বৈঠক ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করছেন তিনি।

সোমবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বসেছে এ বৈঠক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে উপস্থিত আছেন।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, বৈঠকের পর বিকেল ৩টায় সংবাদ সম্মেলন জানানো হবে বিস্তারিত।

এদিকে বিভাগ ওয়ারি সাংগঠনিক সম্পাদকদেরও দুপুরেই গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

একাধিক স্থায়ী কমিটির সদস্যের সাথে আলাপ করে জানা গেছে, তারেক রহমান দলের ওয়েব সাইটে গতকাল গুলশানের একটি হোটেলে প্রবাসী নেতা-কর্মীদের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণ এবং দলের ওয়েবসাইটে অনলাইনে ‘শিগগিরই একক তালিকা প্রকাশ করা হবে’ বলে ঘোষণা দিয়েছেন।

তারেক রহমান বলেছেন, শিগগিরই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থীদের নাম আমরা জানিয়ে দেয়া হবে দলের পক্ষ থেকে। দল যাকে যে আসনে নমিনেশন দেবে বা দেয় অনুগ্রহপূর্বক তাকে বিজয়ী করে আনার জন্য ঐক্যবদ্ধভাবে প্রত্যেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ দয়া করে কাজ করবেন।

তিনি বলেন, মনে রাখবেন আপনাদের চারপাশে সুপ্ত আকাঙ্খা নিয়ে গুপ্ত স্বৈরাচার কিন্তু ওত পেতে রয়েছে। সুতরাং আপনাদের নিজেদের মধ্যে রেষারেষি, বিবাদ, বিরোধ এমন পর্যায়ে নেওয়া ঠিক হবে না, যাতে করে প্রতিপক্ষ আপনাদের মধ্যকার বিরোধের সুযোগ নিতে পারে।

দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য আরও জানান, বৈঠকে আসন্ন নির্বাচনে দল ও জোটগতভাবে একক প্রার্থী চূড়ান্তকরণের বিষয়টি থাকবে।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা সশরীরেই আছেন।

গত দুই সাপ্তাহ ধরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিভিন্ন বিভাগের প্রার্থীদের ডেকে কথা বলেছেন তারেক রহমান এবং সকল প্রার্থীকে একটি বার্তা দেয়া হয়েছে যে, দল সব কিছু বিবেচনা করে যে প্রার্থীকে ধানের শীষের প্রতীকের জন্য মনোনীত করবেন তার পক্ষে কাজ করতে হবে।

জানা গেছে, প্রথম দফায় প্রায় দুই‘শ আসনের প্রার্থী তালিকা দেয়া হতে পারে। তিন সাপ্তাহ আগে দলের স্থায়ী কমিটির সদস্য সালেহ উদ্দিন আহমদ সাংবাদিকদের বলেছিলেন, নভেম্বরের প্রথম দিকে প্রায় দুই‘শ আসনে প্রার্থী তালিকা দল থেকে প্রকাশ করা হবে। সকল প্রার্থীকে দলের মনোনীত প্রার্থীর হয়ে কাজ করতে হবে।