ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের জন্মদিনে ছাত্রদল ও বিএনপির পরিচ্ছন্নতা কার্যক্রম

মাভাবিপ্রবি প্রতিনিধি
  • Update Time : ০৬:১৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / ৯৪ Time View

ছাত্রদল এবং স্থানীয় ওয়ার্ড বিএনপিরা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ছাত্রদল, সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ (এমএম আলী কলেজ) ছাত্রদল এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির উদ্যোগে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

পরিচ্ছন্নতা অভিযান

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টা থেকে দুই ঘণ্টাব্যাপী চলা অভিযানে এলাকাজুড়ে ঝোপঝাড় পরিষ্কার, আবর্জনা অপসারণসহ পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম ওরস মোবারক উপলক্ষে মাওলানা ভাসানী আদর্শ কলেজের পাশে মাঠ ব্যবহারের পর এলাকা নোংরা হয়ে পড়লে সেটি পরিষ্কার করতেই এ উদ্যোগ নেওয়া হয়। জন্মদিনকে মানবিক ও জনসেবামূলক কর্মসূচির মাধ্যমে স্মরণীয় করতে অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতার কাজে যুক্ত হন।

অভিযানে নেতৃত্ব দেন মাভাবিপ্রবি ছাত্রদলের সহ-সভাপতি মো. রূপক আহমেদ ও মো. আদনান এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রানা আহমেদ। তাদের আহ্বানে বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রদল নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে মাঠসহ আশপাশের এলাকাগুলো পরিষ্কার করেন।

নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে মাঠসহ আশপাশের এলাকাগুলো পরিষ্কার করেন

এসময় উপস্থিত ছিলেন মাভাবিপ্রবি ছাত্রদলের যোগাযোগ সম্পাদক আব্দুল করিম, এমএম আলী কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মী এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির সদস্যরা। হাতে গ্লাভস পরে ঝাড়ু, কোদাল ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে তারা পরিস্কার-পরিচ্ছন্নতায় সক্রিয় ভূমিকা রাখেন।

নেতৃবৃন্দ জানান, জন্মদিনকে শুধুমাত্র উদযাপন নয়, বরং সমাজের প্রতি দায়িত্ববোধের উদাহরণ হিসেবে তুলে ধরতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে ক্যাম্পাস ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলেও তারা প্রত্যাশা করেন।

Please Share This Post in Your Social Media

তারেক রহমানের জন্মদিনে ছাত্রদল ও বিএনপির পরিচ্ছন্নতা কার্যক্রম

মাভাবিপ্রবি প্রতিনিধি
Update Time : ০৬:১৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ছাত্রদল, সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ (এমএম আলী কলেজ) ছাত্রদল এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির উদ্যোগে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

পরিচ্ছন্নতা অভিযান

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টা থেকে দুই ঘণ্টাব্যাপী চলা অভিযানে এলাকাজুড়ে ঝোপঝাড় পরিষ্কার, আবর্জনা অপসারণসহ পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম ওরস মোবারক উপলক্ষে মাওলানা ভাসানী আদর্শ কলেজের পাশে মাঠ ব্যবহারের পর এলাকা নোংরা হয়ে পড়লে সেটি পরিষ্কার করতেই এ উদ্যোগ নেওয়া হয়। জন্মদিনকে মানবিক ও জনসেবামূলক কর্মসূচির মাধ্যমে স্মরণীয় করতে অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতার কাজে যুক্ত হন।

অভিযানে নেতৃত্ব দেন মাভাবিপ্রবি ছাত্রদলের সহ-সভাপতি মো. রূপক আহমেদ ও মো. আদনান এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রানা আহমেদ। তাদের আহ্বানে বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রদল নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে মাঠসহ আশপাশের এলাকাগুলো পরিষ্কার করেন।

নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে মাঠসহ আশপাশের এলাকাগুলো পরিষ্কার করেন

এসময় উপস্থিত ছিলেন মাভাবিপ্রবি ছাত্রদলের যোগাযোগ সম্পাদক আব্দুল করিম, এমএম আলী কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মী এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির সদস্যরা। হাতে গ্লাভস পরে ঝাড়ু, কোদাল ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে তারা পরিস্কার-পরিচ্ছন্নতায় সক্রিয় ভূমিকা রাখেন।

নেতৃবৃন্দ জানান, জন্মদিনকে শুধুমাত্র উদযাপন নয়, বরং সমাজের প্রতি দায়িত্ববোধের উদাহরণ হিসেবে তুলে ধরতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে ক্যাম্পাস ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলেও তারা প্রত্যাশা করেন।