তারেক রহমানকে বিদেশে থাকতে বাধ্য করেছে স্বৈরাচার হাসিনা: দুদু

- Update Time : ০৫:৩১:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
- / ৬৭ Time View
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, তারেক রহমানকে দীর্ঘ ১৭ বছর দেশে আসতে না দিয়ে বিদেশে থাকতে বাধ্য করেছে স্বৈরাচার শেখ হাসিনা। আমাদের নেতা প্রমাণ করেছেন বাংলাদেশে বিএনপি সর্ববৃহৎ দল। তিনি প্রমাণ করেছেন তার সহকর্মী ও তার দলের নেতারা জীবন দিয়ে দেশের সর্বভৌমত্ব রক্ষা করেছেন। দেশের গণতন্ত্র রক্ষায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।
রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর গেন্ডারিয়ায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কম্বল বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে গেন্ডারিয়া থানা জাসাস।
অনুষ্ঠানে দুদু বলেন, বিএনপি সব শ্রেণির দল। এই দল কষ্টের সময় যেমন মানুষের পাশে থাকে তেমনি আনন্দের সময়ও পাশে থাকে। এই দল শেখ হাসিনার বিরুদ্ধে ১৬-১৭ বছর আন্দোলন করেছে। এই আন্দোলন করতে গিয়ে জাসাস, যুবদল, ছাত্রদল, মুক্তিযোদ্ধা দলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নির্যাতন, জেল-জুলুম-গুমের শিকার হয়েছেন। অসংখ্য মানুষ আহত-নিহত হয়েছেন। দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম এখন পরিসমাপ্তি হয়েছে। ছাত্র-জনতার যে লড়াই সেই লড়াইয়ে মানুষ মুক্ত হয়েছে। যারা আহত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে এবং যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের বেহেশত দান করেন।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আজ এখানে দাঁড়িয়ে বীর মুক্তিযোদ্ধা ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার কথা মনে পড়ছে। এছাড়াও অনেকের কথা মনে পড়ছে। তারা পরকালে পাড়ি জমিয়েছেন। আল্লাহ তাদের বেহেশত নসিব করুন। তারপরও আমাদের এই দলটাকে শক্ত করে অতীতের মতো আঁকড়ে ধরে রাখতে হবে।
জাসাস নেতাদের উদ্দেশ্যে কৃষকদলের সাবেক এই আহ্বায়ক বলেন, জাসাস এর এই উদ্যোগকে সাধুবাদ জানাই। গরিব মানুষদের এই সাহায্য এটাই শেষ নয়, চলমান থাকবে। কারণ বিএনপিসহ তার অঙ্গ সংগঠনগুলো সব সময় গরীব মানুষের পাশে থেকেছে এবং থাকবে।
গেন্ডারিয়া থানা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল কাদের, গেন্ডারিয়া থানা মহিলা দলের সভানেত্রী হাসি, জাসাসের দপ্তর সম্পাদক মেহেদী হাসান, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুর রাজী, বিএনপির নেতা জাফর, শরিফুল, মকবুল হোসেন, সোহাগসহ অনেকেই এসময় উপস্থিত ছিলেন।