তারেক রহমানকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ মিছিল

- Update Time : ০৬:৫৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / ৫০ Time View
গাজীপুর টঙ্গীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের’ প্রতিবাদে গাজীপুরে বৃষ্টি উপেক্ষা করে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৩টা থেকে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যনির্বাহী কমিটির সভাপতি সালাউদ্দিন সরকারের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
বিকেলে গাজীপুরের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের কয়েক হাজার নেতা-কর্মী মিছিলসহ সালাউদ্দিন সরকারের টঙ্গীর বাসভবনে এসে জড়ো হন।
বেলা ৩টা ৫০ মিনিটে প্রবল বৃষ্টি উপেক্ষা করে নিজ বাসভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন সালাউদ্দিন সরকার। তার নেতৃত্বে শুরু হওয়া মিছিলে স্লোগানে মুখরিত হয় চারপাশ— “তারেক রহমানের একশন ডাইরেক্ট একশন”, “জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়”, “গাজীপুরে দরকার সালাউদ্দিন সরকার” মিছিলটি সালাউদ্দিন সরকারের বাসভবন থেকে শুরু হয়ে টঙ্গী কলেজ গেট হয়ে ঢাকামুখী পথে অগ্রসর হয়ে চেরাগ আলী মার্কেটের পরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।
সমাবেশে দেওয়া বক্তব্যে সালাউদ্দিন সরকার বলেন, “তারেক রহমান এই দেশের মাটি ও মানুষের রত্ন। তাকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, তারা ভালো করছে না। এসব অপচেষ্টার জবাব কঠোর হাতে দেওয়া হবে। ইনশাআল্লাহ তিনি বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবেন। বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা সাবেক বিএনপি’র সভাপতি ও ৫৪ নং ওয়ার্ডে জনপ্রিয় কাউন্সিলর শেখ মোহাম্মদ আলেক।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি ও গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি শরাফত হোসেন, যুবদল নেতা ও সালাউদ্দিন সরকারের পুত্র সৌমিক সরকার, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী এবং মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক এস এম মোমিনুর রহমান,টঙ্গী পশ্চিম থানা বিএনপি নেতা হাতেম মাস্টার শেখ মোহাম্মদ শামীম সহ অন্যান্য নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ।
বিক্ষোভে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিএনপির সাংগঠনিক শক্তির প্রমাণ হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।