তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও জিয়াউর রহমানকে অবমাননায় যুবদলের প্রতিবাদ

- Update Time : ০৭:০০:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / ৩৫ Time View
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অবমাননার প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯জুলাই) সকাল ১০:৩০ মিনিটের দিকে। রূপগঞ্জ প্রেসক্লাব মাঠে আয়োজিত এ প্রতিবাদ সভায় নেতৃত্ব দেন উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম।
তিনি বলেন, “জিয়াউর রহমান জাতিকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে একটি স্বাধীন মানচিত্র এনে দিয়েছিলেন। সেই নেতাকে নিয়ে আজও মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আর ১৭ বছর ধরে নির্বাসিত জীবন কাটানো তারেক রহমানকে নিয়েও কুরুচিকর মন্তব্য করে যাচ্ছে একদল চক্রান্তকারী গোষ্ঠী।”
এই জন্যই আবু মোহাম্মদ মাসুম হুশিয়ারি দিয়ে বলেন, “এবারই শেষবার। বিএনপির নেতৃত্বকে নিয়ে আর কোনো অপপ্রচার সহ্য করা হবে না। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবার হয়েও আমরা শান্তি চাই, কিন্তু আমাদের চেতনায় আঘাত করলে প্রতিরোধ করতে জানি।”
তিনি আরও অভিযোগ করেন, “জামায়াত ও এনসিপি এখন একত্র হয়ে নির্বাচন নিয়ে নতুন ষড়যন্ত্রে নেমেছে। বিএনপির নেতৃত্বে ২৪-এর গণআন্দোলন হয়েছে, তার কৃতিত্ব কেউ একা দাবি করলে তা হবে ইতিহাস বিকৃতি।”
বক্তারা এই অপপ্রচারের বিরুদ্ধে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।