ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

তারেক-জুবাইদা’র কারাদন্ডের প্রতিবাদে শুক্রবার বিএনপির প্রতিবাদ সমাবেশ

Reporter Name
  • Update Time : ১২:০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
  • / ২০২ Time View

বিএনপি আজ শুক্রবার ৪ আগস্ট ঢাকা সহ সারাদেশে প্রতিবাদ সমাবেশের কমূর্সচী ঘোষনা করেছে । বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় দেয়া কারাদণ্ডের রায়কে ‘ফরমায়েশি’ রায় বলে উল্লেখ করে এর প্রতিবাদে এই কর্মসূচী ঘোষনা করে বিএনপি।

গতকাল বৃহস্পতিবার ৩ আগস্ট দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষনায় বিএনপি মহাসচিব বলেন, শুক্রবার দুপুর ২টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইউনিট এবং ঢাকা জেলা ইউনিটের আয়োজনে সমাবেশ হবে। একই সঙ্গে দলের সব মহানগর ও জেলা ইউনিট এ রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমাবেশ করবে। দলের জেলা ইউনিটগুলো মহানগর ইউনিটের সঙ্গে যৌথভাবে সমাবেশ সফল করবে।

উল্লেখ্য, জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের দায়ে দুদকের করা মামলায় গত বুধবার ২ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান, তারেক রহমানের ৯ ও জুবাইদা রহমানকে ৩ বছর কারাদন্ডের আদেশ দেন। এ রায়ের প্রতিবাদে বিক্ষোভ করে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ওই রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার ৩ আগস্ট দেশজুড়ে বিক্ষোভ করে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ ছাড়া রায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, ভারপাপ্ত সদস্য সচিব তানভির আহমেদ রবিন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক খান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, সাবেক মহাসচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, জিয়া পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. আবদুল কুদ্দুস, মহাসচিব অধ্যাপক মো. এমতাজ হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

তারেক-জুবাইদা’র কারাদন্ডের প্রতিবাদে শুক্রবার বিএনপির প্রতিবাদ সমাবেশ

Reporter Name
Update Time : ১২:০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩

বিএনপি আজ শুক্রবার ৪ আগস্ট ঢাকা সহ সারাদেশে প্রতিবাদ সমাবেশের কমূর্সচী ঘোষনা করেছে । বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় দেয়া কারাদণ্ডের রায়কে ‘ফরমায়েশি’ রায় বলে উল্লেখ করে এর প্রতিবাদে এই কর্মসূচী ঘোষনা করে বিএনপি।

গতকাল বৃহস্পতিবার ৩ আগস্ট দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষনায় বিএনপি মহাসচিব বলেন, শুক্রবার দুপুর ২টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইউনিট এবং ঢাকা জেলা ইউনিটের আয়োজনে সমাবেশ হবে। একই সঙ্গে দলের সব মহানগর ও জেলা ইউনিট এ রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমাবেশ করবে। দলের জেলা ইউনিটগুলো মহানগর ইউনিটের সঙ্গে যৌথভাবে সমাবেশ সফল করবে।

উল্লেখ্য, জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের দায়ে দুদকের করা মামলায় গত বুধবার ২ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান, তারেক রহমানের ৯ ও জুবাইদা রহমানকে ৩ বছর কারাদন্ডের আদেশ দেন। এ রায়ের প্রতিবাদে বিক্ষোভ করে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ওই রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার ৩ আগস্ট দেশজুড়ে বিক্ষোভ করে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ ছাড়া রায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, ভারপাপ্ত সদস্য সচিব তানভির আহমেদ রবিন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক খান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, সাবেক মহাসচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, জিয়া পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. আবদুল কুদ্দুস, মহাসচিব অধ্যাপক মো. এমতাজ হোসেন প্রমুখ।