ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি ব্যাংকের রেমিটেন্স গ্রহীতা ও আমানকারীকে সম্মাননা প্রদান

আঃ হান্নান, ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : ১১:০১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / ১৬৬ Time View

কৃষি ব্যাংকের রেমিটেন্স গ্রহীতা ও আমানকারীকে সম্মানা প্রদান

ব্রাহ্মণবাড়িয়ায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে
কৃষি ব্যাংকের উদ্যোগে গ্রাহক সেবা পক্ষ অনুষ্ঠিত হযেছে। ১৯ অক্টোবর শুরু হওয়া এ অনুষ্ঠান চলবে ২ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় কার্যালয় কুমিল্লার উদ্যোগে এ অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া শাখায় সর্বোচ্চ রেমিটেন্স গ্রহীতা মমতাজ বেগম, সর্বোচ্চ আমানতকারী মো. জীবন মিয়া (বিশ্বরোড শাখা) ও উত্তম ঋণ গ্রহীতা মো. জামাল মিয়াকে (ব্রাহ্মণাবাড়িয়া শাখা) সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বাংলাদেশ কৃষি ব্যাংক, ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ ইউছুফ খান সোহেলের সভাপতিত্বে তারুণ্যের উৎসব ২০২৫ শীর্ষক গ্রাহক সেবা পক্ষের প্রধান অতিথি হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা বিভাগের মহাব্যবস্থাপক (দায়িত্বে) মো. ফাতেহ খান। বাংলাদেশ কৃষি ব্যাংক, মুখ্য অঞ্চলের এসপিও আনিসুর রহমান অনুষ্ঠানে সঞ্চালনা করেন।

অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক লোকমান হোসেন (এজিএম), বিশ্বরোড শাখার ব্যবস্থাপক রুহুল আমিন মন্ডল (এসপিও) ও মুখ্য আঞ্চলিক কার্যালয়ের আজিজুর রহমান মোল্লা (পিও) প্রমুখ।

প্রধান অতিথির মো. ফাতেহ খান তাঁর বক্তব্যে মেধাভিত্তিক দেশ গঠন ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহবান জানান এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের ওপর গুরুত্ব তুলে ধরেন। গ্রাহকদের ব্যাংকের বিভিন্ন সেবা নিয়ে আলোচনা করেন।

উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ ইউছুফ খান সোহেল বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের আর্থিক সেবা গ্রহণ করুন। ব্যাংকে হিসাব খুলুন, সঞ্চয় করুন, স্বাবলম্বী হোন। তিনি নতুন ও মেধাভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে তারুণ্যের ভূমিকা তুলে ধরেন।

পাশাপাশি মূল প্রবন্ধ উপস্থাপনায় তারুণ্যের মাধ্যমে উদ্যোক্তা ও টেকসই উন্নয়নে বিনিয়োগ সহযোগী হিসেবে কৃষি ব্যাংকের ভূমিকা ও কর্মপরিধি নিয়েও শিক্ষার্থীদের মধ্যে ধারণা দেওয়া হয়। একই সাথে ব্যাংকের যাবতীয় সেবার পর্যালোচনা করেন।

উত্তম ঋণ গ্রহীতা মো. জামাল মিয়া বলেন, আমরা কৃষি ব্যাংক হতে উত্তম সেবা পাচ্ছি। আপনারাও কৃষি ব্যাংকের সেবা গ্রহণ করুন।

আলোচনায় গ্রাহকদের উদ্দেশ্যে তারুণ্য, উদ্যোক্তা, টেকসই উন্নয়ন, ব্যাংক ও বিনিয়োগ- একে অপরের পরিপূরক ও সহযোগী বলে তুলে ধরা হয়। সঞ্চয় ও বিনিয়োগ বিষয়ে সম্যক ধারণা দিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি ব্যাংকের রেমিটেন্স গ্রহীতা ও আমানকারীকে সম্মাননা প্রদান

আঃ হান্নান, ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি
Update Time : ১১:০১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে
কৃষি ব্যাংকের উদ্যোগে গ্রাহক সেবা পক্ষ অনুষ্ঠিত হযেছে। ১৯ অক্টোবর শুরু হওয়া এ অনুষ্ঠান চলবে ২ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় কার্যালয় কুমিল্লার উদ্যোগে এ অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া শাখায় সর্বোচ্চ রেমিটেন্স গ্রহীতা মমতাজ বেগম, সর্বোচ্চ আমানতকারী মো. জীবন মিয়া (বিশ্বরোড শাখা) ও উত্তম ঋণ গ্রহীতা মো. জামাল মিয়াকে (ব্রাহ্মণাবাড়িয়া শাখা) সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বাংলাদেশ কৃষি ব্যাংক, ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ ইউছুফ খান সোহেলের সভাপতিত্বে তারুণ্যের উৎসব ২০২৫ শীর্ষক গ্রাহক সেবা পক্ষের প্রধান অতিথি হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা বিভাগের মহাব্যবস্থাপক (দায়িত্বে) মো. ফাতেহ খান। বাংলাদেশ কৃষি ব্যাংক, মুখ্য অঞ্চলের এসপিও আনিসুর রহমান অনুষ্ঠানে সঞ্চালনা করেন।

অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক লোকমান হোসেন (এজিএম), বিশ্বরোড শাখার ব্যবস্থাপক রুহুল আমিন মন্ডল (এসপিও) ও মুখ্য আঞ্চলিক কার্যালয়ের আজিজুর রহমান মোল্লা (পিও) প্রমুখ।

প্রধান অতিথির মো. ফাতেহ খান তাঁর বক্তব্যে মেধাভিত্তিক দেশ গঠন ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহবান জানান এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের ওপর গুরুত্ব তুলে ধরেন। গ্রাহকদের ব্যাংকের বিভিন্ন সেবা নিয়ে আলোচনা করেন।

উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ ইউছুফ খান সোহেল বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের আর্থিক সেবা গ্রহণ করুন। ব্যাংকে হিসাব খুলুন, সঞ্চয় করুন, স্বাবলম্বী হোন। তিনি নতুন ও মেধাভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে তারুণ্যের ভূমিকা তুলে ধরেন।

পাশাপাশি মূল প্রবন্ধ উপস্থাপনায় তারুণ্যের মাধ্যমে উদ্যোক্তা ও টেকসই উন্নয়নে বিনিয়োগ সহযোগী হিসেবে কৃষি ব্যাংকের ভূমিকা ও কর্মপরিধি নিয়েও শিক্ষার্থীদের মধ্যে ধারণা দেওয়া হয়। একই সাথে ব্যাংকের যাবতীয় সেবার পর্যালোচনা করেন।

উত্তম ঋণ গ্রহীতা মো. জামাল মিয়া বলেন, আমরা কৃষি ব্যাংক হতে উত্তম সেবা পাচ্ছি। আপনারাও কৃষি ব্যাংকের সেবা গ্রহণ করুন।

আলোচনায় গ্রাহকদের উদ্দেশ্যে তারুণ্য, উদ্যোক্তা, টেকসই উন্নয়ন, ব্যাংক ও বিনিয়োগ- একে অপরের পরিপূরক ও সহযোগী বলে তুলে ধরা হয়। সঞ্চয় ও বিনিয়োগ বিষয়ে সম্যক ধারণা দিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।