ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
রমেকের ডাক্তার মাহাবুবকে চান ‘না’ সহকর্মীরা, অন্যত্র বদলির দাবি  কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ৭ জন কারাগারে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

তাপসীকে ছাত্রলীগের শোকজ নোটিশ

জাননাহ, ঢাবি প্রতিনিধি
  • Update Time : ১২:২২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • / ৪৬২ Time View

শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের ক্যান্ডিডেট নেত্রী তানিয়া আক্তার তাপসীকে শোকজ করেছে বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তানিয়া আক্তার তাপসীর বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামী ৩ দিনের মধ্যে ছাত্রলীগের দপ্তর সেলে জমার নির্দেশ দেওয়া হলো।

জানা গেছে, গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনের ছাত্রলীগের কর্মসূচিতে সামনের চেয়ারে বসা নিয়ে ইডেন মহিলা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেত্রীদের মধ্যে হাতাহাতির ঘটনার ফলে এরূপ নোটিশ দেওয়া হয়েছে।

উক্ত অনুষ্ঠানের সামনের চেয়ারে বসা ছিলেন ঢাবির রোকেয়া হলের মিহা আক্তার ও শামসুন নাহার হলের নীলম বিশ্বাস সেতুসহ কয়েকজন। এ সময় রিভাসহ কয়েকজন এসে তাদের উঠে পেছনে গিয়ে বসতে বলেন।

তখন তারা উঠতে অস্বীকৃতি জানালে মিহার থুতনি ধরে ঝাঁকি দেন রিভা।এতে ঢাবি শাখা ছাত্রলীগ ও ইডেন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

এদিকে অনুষ্ঠান শেষে বঙ্গমাতা হল ছাত্রলীগের পদপ্রত্যাশী তানিয়া আক্তার তাপসীর নেতৃত্বে ঢাবি ছাত্রলীগের নেত্রীরা রিভাকে ঘিরে ধরেন। তাদের মধ্যে হালকা সংঘর্ষ বাঁধে।

ইডেন কলেজ ছাত্রলীগের নেত্রীরা অভিযোগ করেছেন, এসময় রিভাকে চরমভাবে অপদস্ত করা হয়েছে।

রিভা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বর্তমানে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফের অনুসারী হিসেবে পরিচিত।

আর তাপসী ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত। তিনি ছাত্রলীগের আগের কমিটির উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে তানিয়া আক্তার তাপসী দৈনিক নওরোজকে জানান, যেহেতু শোকজ নোটিশ চলে এসেছে তাই এ বিষয়ে এখন কিছু বলতে রাজি নন তিনি।

Please Share This Post in Your Social Media

তাপসীকে ছাত্রলীগের শোকজ নোটিশ

জাননাহ, ঢাবি প্রতিনিধি
Update Time : ১২:২২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩

শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের ক্যান্ডিডেট নেত্রী তানিয়া আক্তার তাপসীকে শোকজ করেছে বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তানিয়া আক্তার তাপসীর বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব আগামী ৩ দিনের মধ্যে ছাত্রলীগের দপ্তর সেলে জমার নির্দেশ দেওয়া হলো।

জানা গেছে, গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনের ছাত্রলীগের কর্মসূচিতে সামনের চেয়ারে বসা নিয়ে ইডেন মহিলা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেত্রীদের মধ্যে হাতাহাতির ঘটনার ফলে এরূপ নোটিশ দেওয়া হয়েছে।

উক্ত অনুষ্ঠানের সামনের চেয়ারে বসা ছিলেন ঢাবির রোকেয়া হলের মিহা আক্তার ও শামসুন নাহার হলের নীলম বিশ্বাস সেতুসহ কয়েকজন। এ সময় রিভাসহ কয়েকজন এসে তাদের উঠে পেছনে গিয়ে বসতে বলেন।

তখন তারা উঠতে অস্বীকৃতি জানালে মিহার থুতনি ধরে ঝাঁকি দেন রিভা।এতে ঢাবি শাখা ছাত্রলীগ ও ইডেন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

এদিকে অনুষ্ঠান শেষে বঙ্গমাতা হল ছাত্রলীগের পদপ্রত্যাশী তানিয়া আক্তার তাপসীর নেতৃত্বে ঢাবি ছাত্রলীগের নেত্রীরা রিভাকে ঘিরে ধরেন। তাদের মধ্যে হালকা সংঘর্ষ বাঁধে।

ইডেন কলেজ ছাত্রলীগের নেত্রীরা অভিযোগ করেছেন, এসময় রিভাকে চরমভাবে অপদস্ত করা হয়েছে।

রিভা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বর্তমানে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফের অনুসারী হিসেবে পরিচিত।

আর তাপসী ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত। তিনি ছাত্রলীগের আগের কমিটির উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে তানিয়া আক্তার তাপসী দৈনিক নওরোজকে জানান, যেহেতু শোকজ নোটিশ চলে এসেছে তাই এ বিষয়ে এখন কিছু বলতে রাজি নন তিনি।