ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবি ক্যাম্পাসে রিকশা ভাড়া নির্ধারণ করে দিল ছাত্রলীগ

Reporter Name
  • Update Time : ০৪:৫১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
  • / ৬৩ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলাচলকারী রিকশার জন্য দূরত্বভেদে ভাড়া কত হবে, তা ঠিক করে দিয়েছে ক্ষমতাসীন দল সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রলীগ।

সর্বনিম্ন ১৫ টাকা থেকে সর্বোচ্চ ৫৫ টাকা ভাড়ার হার ঠিক করে বৃহস্পতিবার এই সংক্রান্ত তালিকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের হাতে তুলে দিয়েছে সংগঠনটি।

প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান বলেছেন, তারা ভাড়ার এই হার বাস্তবায়নে কাজ করবেন।

 

প্রক্টরে হাতে ভাড়ার তালিকা তুলে দিয়ে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, শিক্ষার্থীদের দাবির মুখেই রিকশা ভাড়া নির্ধারণ করে দেওয়ার এই উদ্যোগ।।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশা ভাড়া নিয়ে সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে অভিযোগ করে আসছে যে- রিকশাচালকরা কম দূরত্বের জায়গায় যেতে চান না, বেশি ভাড়া দাবি করেন। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর, শিক্ষার্থী ও রিকশাচালকদের সাথে একাধিকবার আলোচনার ভিত্তিতে উভয় পক্ষের উপযোগিতা ও স্বার্থ সংরক্ষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

 

রিকশাচালকদের জন্য নির্দিষ্ট পোশাকও ঠিক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে ১০০ জন রিকশাচালকের জন্য একটি আলাদা পোশাক নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় এই সংখ্যা বাড়ানো হবে।

সৈকত বলেন, “আমরা এ উদ্যোগ নিয়েছি। বিশ্ববিদ্যালয় এটা ম্যানেজমেন্টে সহযোগিতা করবে। স্টপেজগুলোতে ভাড়ার তালিকা টানিয়ে দেওয়া হবে। নির্ধারিত পোশাকে আগামী রোববার থেকে এই ভাড়া কার্যকর হবে।”

 

জানতে চাইলে প্রক্টর মাকসুদুর রহমান বলেন, “এটা একটা ভালো উদ্যোগ। বিষয়টা নিয়ে আমরা কয়েক দফায় রিকশাচালকদের সঙ্গে বসেছি। আগামী রোববার থেকে আমরা অপারেশনে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস এটা সমন্বয় করবে।”

Please Share This Post in Your Social Media

ঢাবি ক্যাম্পাসে রিকশা ভাড়া নির্ধারণ করে দিল ছাত্রলীগ

Update Time : ০৪:৫১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলাচলকারী রিকশার জন্য দূরত্বভেদে ভাড়া কত হবে, তা ঠিক করে দিয়েছে ক্ষমতাসীন দল সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রলীগ।

সর্বনিম্ন ১৫ টাকা থেকে সর্বোচ্চ ৫৫ টাকা ভাড়ার হার ঠিক করে বৃহস্পতিবার এই সংক্রান্ত তালিকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের হাতে তুলে দিয়েছে সংগঠনটি।

প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান বলেছেন, তারা ভাড়ার এই হার বাস্তবায়নে কাজ করবেন।

 

প্রক্টরে হাতে ভাড়ার তালিকা তুলে দিয়ে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, শিক্ষার্থীদের দাবির মুখেই রিকশা ভাড়া নির্ধারণ করে দেওয়ার এই উদ্যোগ।।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশা ভাড়া নিয়ে সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে অভিযোগ করে আসছে যে- রিকশাচালকরা কম দূরত্বের জায়গায় যেতে চান না, বেশি ভাড়া দাবি করেন। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর, শিক্ষার্থী ও রিকশাচালকদের সাথে একাধিকবার আলোচনার ভিত্তিতে উভয় পক্ষের উপযোগিতা ও স্বার্থ সংরক্ষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

 

রিকশাচালকদের জন্য নির্দিষ্ট পোশাকও ঠিক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে ১০০ জন রিকশাচালকের জন্য একটি আলাদা পোশাক নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় এই সংখ্যা বাড়ানো হবে।

সৈকত বলেন, “আমরা এ উদ্যোগ নিয়েছি। বিশ্ববিদ্যালয় এটা ম্যানেজমেন্টে সহযোগিতা করবে। স্টপেজগুলোতে ভাড়ার তালিকা টানিয়ে দেওয়া হবে। নির্ধারিত পোশাকে আগামী রোববার থেকে এই ভাড়া কার্যকর হবে।”

 

জানতে চাইলে প্রক্টর মাকসুদুর রহমান বলেন, “এটা একটা ভালো উদ্যোগ। বিষয়টা নিয়ে আমরা কয়েক দফায় রিকশাচালকদের সঙ্গে বসেছি। আগামী রোববার থেকে আমরা অপারেশনে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস এটা সমন্বয় করবে।”