ঢাবিতে ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা

- Update Time : ১২:১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
- / ৭০ Time View
দখলদার ইসরাইলের হামলায় হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজার নামাজের আয়োজন করেছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (১৮ অক্টোবর) ঢাবির ভিসি চত্বরে রাত ১০টায় গায়েবানা জানাজা নামাজের আয়োজন করা হয়। নামাজ শেষে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে শেষ হয়।
কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, দখলদার ইসরায়েল হামাস প্রধানের ওপর নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে। ইসরায়েল দীর্ঘ সময় ধরে নিরীহ ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে। আমরা এই দখলদার সন্ত্রাসী ইসরায়েলের ধ্বংস কামনা করছি। বিশ্ব নেতাদের কাছে আহ্বান জানাচ্ছি ইসরায়েলের সন্ত্রাসী হামলা বন্ধ করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য।
এ সময় শিক্ষার্থীরা ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি; ইজরায়েল নিপাত যাক, প্যালেস্টাইন মুক্তি পাক; ফিলিস্তিনের স্মরণে, ভয় করি না মরণে ইত্যাদি স্লোগান দেন।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়