ঢাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু

- Update Time : ০১:২৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
- / ১৩৯ Time View
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৩-২৪।
৮৩টি ফুটবল টিম এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।
শুক্রবার (৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ।
প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং পপুলেশন সায়েন্সেস বিভাগের মধ্যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উদ্বোধনী বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেখানে সব ধরনের জ্ঞান-বিজ্ঞানের গবেষণা, চর্চা ও বিকাশ হয়।
খেলোয়াড় কোটায় ভর্তির বিষয়ে উপাচার্য বলেন, সব কিছু বিবেচনায় নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড় কোটায় শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
এসময় বিজ্ঞান, প্রকৌশলবিদ্যা, চিকিৎসা বিজ্ঞান, মানববিদ্যা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ সব সহশিক্ষার সমন্বয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক শাহজাহান আলী এবং কেন্দ্রর উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার বক্তব্য রাখেন।
এসময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।